হিল ভয়েস, ২৮ সেপ্টেম্বর ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার ৫নং বড় হরিনা ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক এক জুম্ম গ্রামবাসীর তার বসতভিটা, ফলজ বাগান সহ বেদখলের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (২৭ সেপ্টেম্বর), শুক্রবার, ৫নং বড় হরিনা ইউনিয়নে অবস্থিত মাঝিপাড়া সেনা ক্যাম্পের ২০ ইজিবি কমান্ডার মেজর শামীম ইউনিয়নের ১৬২নং চিবা বড় হরিনা মৌজাধীন মাঝিপাড়া গ্রামের অধিবাসী মিন্টু বিকাশ চাকমা (৩২), পীং-সমচন্দ্র চাকমা-কে ক্যাম্পে ডেকে এই হুমকি দেয়। সেখানে মিন্টু বিকাশ চাকমার ৫ একর পরিমাণ জায়গা রয়েছে, তাতে তার বসতভিটা, বিভিন্ন ফলজ বাগান ও জুমের চাষ রয়েছে। মেজর শামীম ঐ জায়গা সেনাবাহিনীকে দিতে হবে বলে বলেছে।
মিন্টু বিকাশ চাকমা তার জায়গা দিতে অস্বীকার করলে, মেজর শামীম সেই জায়গা জোর করে দখল করা হবে হুমকি দিয়েছে।
বর্তমানে মিন্টু বিকাশ চাকমা খুবই উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।