পার্বত্য চট্টগ্রামে জুম্ম আদিবাসীদের উপর হামলা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ

হিল ভয়েস, ২৭ সেপ্টেম্বর ২০২৪, আন্তর্জাতিক ডেস্ক: গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী জুম্মদের উদ্যোগে সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙ্গামাটি জেলা শহরে সেনাবাহিনীর সহায়তার সেটেলার বাঙালিদের কর্তৃক জুম্ম আদিবাসীদের উপর সুপরিকল্পিত সাম্প্রদায়িক হামলা, ৫ জুম্মকে হত্যা, প্রায় শতাধিক জুম্মকে আহত, শতাধিক বাড়ি ও দোকানপাটে অগ্নিসংযোগ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুর করার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজেনাস কাউন্সিল এবং ভয়েস অব জুম্ম কর্তৃক যৌথভাবে এই সমাবেশটি আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে উক্ত হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং ঘটনার তদন্তপূর্বক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়। এছাড়া সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রামে সামরিকায়ন বন্ধ, পার্বত্য চট্টগ্রামে সামরিক বাহিনীর নিপীড়ন বন্ধ, জুম্মদের ভূমি অধিকার নিশ্চিত করা, সেটেলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে পুনর্বাসন করার দাবি জানানো হয় এবং জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

প্যারিস নগরীর ১১৯ এভিনিউ হেনরি মার্টিন নামক স্থানে বাংলাদেশ হাই কমিশনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশর আগে হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের বরাবরে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সমাপ্তি চাকমা ও পার্থ চাকমা।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজেনাস কাউন্সিলের সভাপতি শোভন তঞ্চঙ্গ্যা এবং সঞ্চালনা করেন একই সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মেকচুয়াল চাকমা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপিয়ান জুম্ম কাউন্সিলের সাবেক নেতা সুদর্শন চাকমা, ইউরোপিয়ান জুম্ম কাউন্সিলের সাবেক সহ-সভাপতি লালন চাকমা, ভয়েস অব জুম্ম এর সভাপতি রেমী চাকমা, ইউরোপিয়ান জুম্ম কাউন্সিলের সহ-সভাপতি মানবেন্দ্র চাকমা, ইউরোপিয়ান জুম্ম কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুণ চাকমা, নৃত্যশিল্পী উহ্লাসিং মারমা, বিশ^বিদ্যালয়ের ছাত্রী শাহেরী চাকমা, ইউরোপিয়ান জুম্ম কাউন্সিলের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, ইউরোপিয়ান জুম্ম কাউন্সিলের সহ-সাধারণ সম্পাদক বাপ্পি চাকমা, থাইল্যান্ডের সাবেক শিক্ষক স্মরণিকা চাকমা, মি: রিকেন চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পার্থ দেওয়ান।

উল্লেখ্য, গত ১৮-১৯ সেপ্টেম্বর ২০২৪ খাগড়াছড়ি সদর ও দীঘিনালায় এবং ২০ সেপ্টেম্বর ২০২৪ রাঙ্গামাটি সদরে সেনাবাহিনীর সহযোগিতায় সেটেলার বাঙালিরা জুম্ম জনগণের উপর সাম্প্রদায়িক হামলা এবং জুম্মদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করে। উক্ত সাম্প্রদায়িক হামলায় ৫ জন জুম্ম নিহত হয় (সেটেলার বাঙালি কর্তৃক দীঘিনালায় একজন জুম্ম, খাগড়াছড়ি সদরে সেনাবাহিনীর গুলিতে ৩ জন জুম্ম এবং রাঙ্গামাটি সদরে সেটেলার বাঙালি কর্তৃক একজন)। এছাড়া এই সাম্প্রদায়িক হামলায় শতাধিক জুম্ম আহত হয়েছে, অগ্নিসংযোগে ভস্মিভূত হয়েছে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট।

More From Author