খাগড়াছড়িতে মার্চ ফর আইডেন্টিটি: রাষ্ট্র সংস্কারে আদিবাসীদের মূল্যায়ন ও সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি

হিল ভয়েস, ১৯ সেপ্টেম্বর ২০২৪, খাগড়াছড়ি: গতকাল (১৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা সদরে ‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ এর উদ্যোগে ‘মার্চ ফর আইডেন্টিটি’ (আত্মপরিচয়ের জন্য পদযাত্রা) শীর্ষক এক বিরাট মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিল ও সমাবেশে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, রাষ্ট্র সংস্কারে আদিবাসীদের মূল্যায়ন, অবিলম্বে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন, স্ব স্ব জাতিসত্তার স্বীকৃতি সহ আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান ইত্যাদি দাবি সহ আরও ৮ দফা দাবি তুলে ধরা হয়।

বিভিন্ন দাবি-দাওয়া, শ্লোগান ও আদিবাসী বর্ণমালা সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড সহ মিছিলটি প্রথমে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ হতে শুরু হয়ে এবং ডিসি অফিস ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে এসে সমাপ্ত হয়। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্র ফুটন্ত চাকমার সভাপতিত্বে এবং বিকাশ চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ছাত্র রিপুল চাকমা, ক্যাচিংনু মারমা, প্রণয় চাকমা ও বিএমএসসি’র সাবেক ছাত্রনেতা মংসাই মারমা।

সমাবেশে উত্থাপিত অন্যান্য ৮টি দাবি হল-

১। বাংলাদেশের ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিসহ সকল গ্রেডের চাকরিতে ৫% আদিবাসী কোটা পুনর্বহাল করতে হবে।

২। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ প্রাথমিক শিক্ষা স্তরে স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা; শিক্ষক নিয়োগে মানবন্টনে মাতৃভাষাতে পরীক্ষা নিশ্চিত করা।

৩। সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের সমন্বয়কের সাথে আলোচনা করে নির্দলীয়, সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের জেলা পরিষদে চেয়ারম্যান/সদস্য নিয়োগ প্রদান করা এবং গত বিশ বছরের জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দুর্নীতি তদন্তপূর্বক যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৪। অবিলম্বে পাহাড়ের ভূমি সমস্যা সমাধানকল্পে ১৯০০ রেগুলেশন বহাল রাখা।

৫। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি পূর্বক আইনের শাসন প্রতিষ্ঠা করা।

৬। পার্বত্য চট্টগ্রামের ক্রীড়া সংস্থাগুলোতে আদিবাসী খেলোয়াড়দের প্রাধান্য ও সুযোগ প্রদান করতে হবে এবং নির্দলীয় দক্ষ পরিচালক নিয়োগ দান করতে হবে।

৭। পার্বত্য চট্টগ্রামে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে, মেধাহীন দুর্নীতিগ্রস্ত শিক্ষককে নিয়োগ দান বন্ধ করতে হবে।

৮। পার্বত্য চট্টগ্রাামকে পানিশমেন্ট জোন হিসেবে সরকারি বা বেসরকারি কোন কর্মকর্তা/কর্মচারীকে পোস্টিং দেয়া যাবে না।

সমাবেশে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে সমাবেশ সূত্রে জানা গেছে।

More From Author