সাজেকে জুম্মর ভূমি বেদখল করে বিজিবি ক্যাম্প স্থাপনের অভিযোগ

হিল ভয়েস, ২৬ আগস্ট ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নে স্থানীয় আদিবাসী জুম্মদের ভূমি বেদখল করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজই (২৬ আগস্ট) স্থানীয় বিজিবির জনৈক কমান্ডার স্থানীয় জুম্ম মুরুব্বিদের ডেকে এই ক্যাম্প স্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেকের ছোট কংলাক এলাকায় বর্তমানে বিজিবি’র একটি অস্থায়ী ক্যাম্প রয়েছে। সম্প্রতি সেই ক্যাম্পটি গুটিয়ে ছোট কংলাক ও শান্তিময় আদাম এর মধ্যবর্তী স্থান দুরহাবা ছড়ায় স্থাপন করার জন্য মারিশ্যা জোন থেকে বিজিবি’র একদল সদস্য সেখানে পরিদর্শনে যান। বিজিবি সদস্যরা ইতোমধ্যে সেখানে ৫ একর পরিমাণ জায়গায় জঙ্গল পরিষ্কার করে।

জানা গেছে, উক্ত স্থানে অন্তত ৭ জুম্ম পরিবারের মালিকানা রয়েছে এবং তারা কিছু ফলজ চারাও রোপণ করেছেন। ইতিমধ্যে বিজিবি সদস্যরা কিছু চারা গাছ কেটে দিলে মালিকরা বাধা দেওয়ার চেষ্টা করেন।

আজ ছোট কংলাক বিজিবি ক্যাম্পের কমান্ডার (নাম অজ্ঞাত) স্থানীয় গ্রামের কার্বারি শান্তিময় চাকমা সহ এলাকার কয়েক কার্বারি ও মুরুব্বিকে ক্যাম্পে ডেকে পাঠান। এসময় ক্যাম্প কমান্ডার উপস্থিত কার্বারি ও মুরুব্বিদের বলেন, জায়গাটিতে ক্যাম্প স্থাপনের জন্য অলরেডি মাপজোক করা হয়েছে। তাদের উর্ধতন কর্মকর্তা স্বয়ং জায়গাটি পরিদর্শন করে গেছেন। সেখান থেকে বিএসএফ এর ক্যাম্পও স্পষ্টভাবে দেখা যায়। ম্যাপ অনুযায়ী মাপজোকসহ সব দিক বিবেচনায় এ জায়গাটি উপযুক্ত। তাই তারা ক্যাম্প বানাবে।

এদিকে, ক্যাম্প স্থাপনের সিদ্ধান্তের কথা শুনে ঐ এলাকার লোকজন গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত তো হবেই। উপরন্তু বাড়ির পাশে ও তাদের জায়গায় ক্যাম্প স্থাপিত হলে তাদের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে বিঘ্নিত হবে।

উক্ত স্থানে ক্যাম্প স্থাপিত হলে যে ৭ পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন তারা হলেন- ১। রিতন চাকমা (৩৫), পিতা-তরুণী সেন চাকমা, ২। সুনীতি রঞ্জন চাকমা (৩৭), পিতা-সমর বিজয় চাকমা, ৩। লক্ষীরঞ্জন চাকমা (২৮), পিতা-সমর বিজয় চাকমা, ৪। পলক চাকমা (৪২), পিতা-বিজয় চাকমা, ৫। বিজয় চাকমা (৬০), ৬। সুকেন চাকমা (৪৫), পিতা-জ্যোতিষময় চাকমা ও ৭। রেমমইয়া চাকমা (৫১), পিতা-নাগররান চাকমা।

More From Author

+ There are no comments

Add yours