সংখ্যালঘুদের নির্যাতন-নিপীড়ন ও শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগে ছাত্র ঐক্য পরিষদের নিন্দা ও প্রতিবাদ

হিল ভয়েস, ৩১ আগস্ট ২০২৪, ঢাকা: সারাদেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের উপর সংঘটিত নির্যাতন-নিপীড়ন এবং শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ।

আজ ৩১ আগস্ট, ২০২৪ শনিবার সকাল ১১.৩০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমন্বয়ক সজিব সরকার।

এই সংবাদ সম্মেলন সঞ্চালনাসহ লিখিত বিবৃতি পাঠ করেন সমন্বয়ক দিপংকর চন্দ্র শীল। সংবাদ সম্মেলনে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের মিঠুন ভট্টাচার্য শুভ ও সজীব সরকার । সংবাদ সম্মেলনে এছাড়াও ছাত্র ঐক্যের উপস্থিত ছিলেন- রাজীব সিকদার, দিব্যরাজ পাঠক জয় রায়, উত্তম রায়। এছাড়া শিক্ষার্থী হিসেবে বক্তব্য দেন লিংকন দত্ত, জয়িতা বিশ্বাস, সুদীপ্ত অধিকারী ও স্বর্ণারানী দে প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর সারাদেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন, লুটপাট, নারীর শ্লীলতাহানি, মন্দির ভাংচুর ও বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, হত্যাকা- এবং তৎপরবর্তীতে সারাদেশে সংখ্যালঘু শিক্ষক-শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে জোরপূর্বক পদত্যাগ করানোর যে ঘটনা সংঘটিত হয়েছে তা সংবাদ মাধ্যমে তুলে ধরে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও লাঞ্ছিত শিক্ষক হিসেবে অধ্যক্ষ হরিপদ দাশ তার বক্তব্য তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বলেন যে, দুষ্কৃতকারীরা তার বাড়িঘরে লুটপাট, ভাংচুর করে কলেজ থেকে পদত্যাগের হুমকি দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, এমতাবস্থায় ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু শিক্ষক-শিক্ষিকারা শঙ্কা, উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

লিখিত বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষক-শিক্ষিকাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সসম্মানে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং যেসব দুষ্কৃতকারী শিক্ষক-শিক্ষিকা লাঞ্ছনার সাথে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবি জানানো হয়।

এতে আরও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার আন্দোলনের নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

More From Author

+ There are no comments

Add yours