হিল ভয়েস, ৩১ আগস্ট ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলার রুমা উপজেলার রুমা সদর ইউনিয়নের লাইরুংপি পাড়ায় দুই জুম্ম গ্রামবাসীর রেকর্ডভুক্ত ভূমি বেদখল করে নতুন সেনা ক্যাম্প স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, উক্ত সেনা ক্যাম্প নির্মাণের কাজে আশেপাশের ১০টি জুম্ম গ্রামের অধিবাসীদের বিনাপয়সায় গাছ, বাঁশ, ছন ইত্যাদি দিতে এবং বিনাপারিশ্রমিকে সেখানে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
আজ (৩১ আগস্ট) রুমা সদর ইউনিয়নের রিংতুই (হমক্রি) ম্রো পাড়া গ্রামের ৩২ জন ম্রো গ্রামবাসী ঐ সেনা ক্যাম্পে কাজ করতে গিয়ে তাদের মধ্যে অন্তত ১৬ জন আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে। ক্যাম্প নির্মাণের কাজ করার সময় হঠাৎ চাল ভেঙে পড়লে উক্ত গ্রামবাসীরা আঘাতপ্রাপ্ত হন।
আঘাতপ্রাপ্তদের মধ্যে পায়া ম্রো (৩৫), পীং-মৃত থোয়াং ম্রো নামে এক গ্রামবাসী গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।
গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের প্রথমদিকে সেনাসৃষ্ট বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের কর্তৃক রুমা ও থানচিতে পরপর ব্যাংক ডাকাতি করে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৪টি বন্দুক সহ বিপুল অর্থ ছিনিয়ে নেয়ার পর সেনাবাহিনী কেএনএফের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করে।
ঐ সেনা অভিযানের দোহাই দিয়ে ২৮ বীর রুমা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল ক ম আরাফাত ও রুমা বাজার সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ কবির এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল লাইরুংপি পাড়ায় দুই জুম্ম গ্রামবাসীর রেকর্ডভুক্ত ১০ একর পরিমাণ ভূমি অবৈধভাবে দখল করে তৎস্থলে নতুন সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। উক্ত ভূমির মালিক গ্রামবাসীরা হলেন- লালঠান লিয়াং লুসাই, পীং-মৃত ঠান লিয়াং লুসাই ও জৌসাং লুসাই, পীং-মৃত সি ডাঙ্গা লুসাই।
গ্রামবাসীদের সূত্র জানায়, সেনাবাহিনী বেশ কিছুদিন থেকে উক্ত স্থানের আশেপাশের ১০টি গ্রামের জুম্মদের বিনাপারিশ্রমিকে এবং পালাক্রমে নতুন সেনা ক্যাম্পটি নির্মাণে কাজ করতে বাধ্য করছে। শুধু তাই নয়, গ্রামবাসীরা স্ব স্ব এলাকা থেকে সেনাবাহিনীর নির্দেশনা অনুযায়ী বিনাপয়সায় গাছ, বাঁশ, ছন ইত্যাদি উপকরণ সংগ্রহ করে ক্যাম্পে পৌঁছে দিতে বাধ্য হচ্ছে বলেও জানা গেছে।
ভুক্তভোগী ১০টি গ্রাম হল- ইডেন পাড়া, ইডেন রোড পাড়া, লাইরুংপি পাড়া, থানা পাড়া, বরশী পাড়া, মুনলাই পাড়া, মংসাদি পাড়া, ক্যইম্বওয়া পাড়া, সুদুইমক পাড়া ও রিংতুই (হমক্রি) পাড়া।
উক্ত ১০টি গ্রামের মধ্যে ইডেন পাড়া, ইডেন রোড পাড়া, লাইরুংপি পাড়া- এই তিনটি গ্রামের লোকজন কেবল বম সম্প্রদায়ের হওয়ার কারণেই শুক্রবার বাদের সপ্তাহের প্রত্যেকদিন কাজ করতে বাধ্য হচ্ছে। অন্যান্য গ্রামেরা লোকেরা সপ্তাহে পালাক্রমে কাজ করতে বাধ্য হচ্ছে।
জানা গেছে, যেখানে নতুন ক্যাম্প স্থাপন করা হচ্ছে সেখানে দুই জায়গার মালিক কর্তৃক রোপিত সেগুন, গামারি, গোদা, করই, মেহগনি ইত্যাদি মূল্যবান গাছ এবং হাজার হাজার বাঁশ রয়েছে। ক্যাম্প নির্মাণে সেগুলো কেটে ফেলা হলেও কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এতে জায়গার মালিকদের কমপক্ষে ১০-১৫ লক্ষ টাকার বনজ সম্পদ ক্ষতিগ্রস্ত হবে বলে জানা গেছে।
+ There are no comments
Add yours