রাজস্থলীতে মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক এক ইউপি চেয়ারম্যান অপহৃত

হিল ভয়েস, ২৫ আগস্ট ২০২৪, রাঙ্গামাটি: আজ (২৫ আগস্ট), বিকাল আনুমানিক ৩ টার দিকে সেনামদদপুষ্ট মগ পার্টি খ্যাত মারমা ন্যাশনালিস্ট পার্টি’র সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদুমং মারমা (৫০) অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আজ সকালের দিকে মগ পার্টির থার্ড-ইন-কমান্ড বলে পরিচিত সাইলুমং মারমা ফোন দিয়ে চেয়ারম্যান আদুমং মারমাকে যতদ্রুত সম্ভব পোয়াইতু পাড়ায় অবস্থিত তাদের আস্তানায় একা গিয়ে দেখা করতে বলে। এসময় আদুমং মারমা রাজস্থলী সদরে ছিলেন বলে জানা যায়।

পরে চেয়ারম্যান আদুমং মারমা বিষয়টি তার স্ত্রীকে ফোনে অবহিত করেন এবং ঐ সময়ে সেখানে উনুথোয়াই মারমা নামে বাঙ্গালহালিয়া গ্রাম পুলিশের এক সদস্যও উপস্থিত ছিলেন।

আদুমং মারমার পারিবারিক সূত্র জানায়, তখন থেকে আদুমং মারমার ফোন বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের এক সদস্যের অভিযোগ, মগ পার্টির সদস্যরা আদুমং মারমাকে অপহরণ করেছে।

পরে বিকেলে প্রশাসনের লোকজনের মাধ্যমে মগ পার্টির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে, তারা বিষয়টি অস্বীকার করেছে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চেয়ারম্যান আদুমং মারমা বাড়িতে ফেরেনি এবং কোথায়, কী অবস্থায় রয়েছেন তা জানা যায়নি।

উল্লেখ্য, গত ২০ আগস্ট, বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারে স্থানীয় বাঙালি-পাহাড়ি বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মগ পার্টির দুই সদস্য গুরুতর আহত হয়। ঐদিন সকালে মগ পার্টির ঐ সদস্যরা চাঁদা সংগ্রহ নিয়ে আজিজ সওদাগর (৬৫) নামে এক দোকানদারকে মারধর করলে, পরে বাজারের বিক্ষুব্ধ জনতা মগ পার্টির ওই দুই সদস্যকে গণপিটুনি দেয়।

More From Author

+ There are no comments

Add yours