হিল ভয়েস, ১৭ আগষ্ট ২০২৪, বান্দরবান: বমপার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইসলামী জঙ্গী বিরোধী অপারেশনের অজুহাতে বান্দরবান জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় সেনাবাহিনীর ১৫টি ও বিজিবির ১টি নতুন অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, ২০২২ সালের ৩ অক্টোবর থেকে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামক সশস্ত্র ইসলামী জঙ্গী এবং জঙ্গীদের আশ্রয়দাতা বমপার্টি খ্যাত কেএনএফ-এর বিরুদ্ধে সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) কর্তৃক অভিযান শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনী এই ক্যাম্পগুলো স্থাপন শুরু করে।
এরপর ২-৩ এপ্রিল ২০২৪ তারিখ রুমা ও থানচিতে কেএনএফ কর্তৃক ব্যাংক ডাকাতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুটের ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী কর্তৃক কেএনএফের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর থেকে অধিকাংশ ক্যাম্প স্থাপন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, এ ধরনের ক্যাম্প স্থাপন ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির সরাসরি বরখেলাপ।
উল্লেখ্য যে, সেনাবাহিনীর পৃষ্টপোষকতায় ২০০৮ সালে নাথান লনচেও বম ও ভাংচুনলিয়ান বমের নেতৃত্বে কুকি-চিন ন্যাশনাল ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও) গঠিত হয়। পরে সেনাবাহিনীর মদদে ২০১৯ সালে কেএনএফ নামকরণ করে সশস্ত্র গ্রুপ হিসেবে কার্যক্রম শুরু করে।
এরপর অর্থের বিনিময়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে একটি ইসলামী জঙ্গী সংগঠনকে আশ্রয় ও সামরিক প্রশিক্ষণ প্রদান শুরু করে কেএনএফ। এই তথ্য প্রকাশ হলে পরে আন্তর্জাতিক চাপে পড়ে সরকার সেনাবাহিনী ও র্যাব কর্তৃক কেএনএফ ও ইসলামী জঙ্গীদের বিরুদ্ধে অপারেশন চালাতে বাধ্য হয়।
গত এপ্রিলে কেএনএফ কর্তৃক ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর যৌথবাহিনী কেএনএফের বিরুদ্ধে অভিযান জোরদার করে। এই অপারেশনের দোহাই দিয়ে বিজিবির ১টি ক্যাম্পসহ সেনাবাহিনী নিম্নোক্ত ১৬টি ক্যাম্প স্থাপন করে।
যে ১৬টি ক্যাম্প স্থাপন করা হয়, সেগুলো হল-
১. রামজু পাহাড়, রোয়াংছড়ি সদর ইউপি, রোয়াংছড়ি।
২. দেবতা পাহাড়, রোয়াংছড়ি সদর ইউপি, রোয়াংছড়ি।
৩. কাটা পাহাড়, রোয়াংছড়ি সদর ইউপি, রোয়াংছড়ি।
৪. মুয়ালপি পাড়া, পাইন্দু ইউপি, রুমা।
৫. বেথেল পাড়া, রুমা সদর, রুমা।
৬. লাইরুনপি পাড়া, রুমা সদর ইউপি, রুমা।
৭. চইক্ষ্যং বিজিবি ক্যাম্প, রেমাক্রি প্রাংসা ইউপি, রুমা।
৮. তামলৌ পাড়া, রেমাক্রি প্রাংসা ইউপি, রুমা।
৯. সিলৌপি পাড়া, রেমাক্রি প্রাংসা ইউপি, রুমা।
১০. থাইক্ষ্যং পাড়া, রেমাক্রি প্রাংসা ইউপি, রুমা।
১১. দুলাচান পাড়া, রেমাক্রি, থানচি।
১২. রেমন পাড়া ৪২ কিলো, তিন্দু ইউনিয়ন, থানচি।
১৩. ১৯-কিলো এলাকা, থানচি সদর ইউপি, থানচি।
১৪. ২২-কিলো ক্যাম্প, থানচি সদর ইউপি, থানচি।
১৫. ৩০-কিলো ক্যাম্প, থানচি সদর ইউপি, থানচি।
১৬. সাহাজান পাড়া ক্যাম্প (প্রক্রিয়াধীন), থানচি সদর ইউপি, থানচি।
+ There are no comments
Add yours