ড. অনুরাগ চাকমা
দেশে-দেশে আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হবে। যাদেরকে ঘিরে আমাদের বাংলাদেশেও এই বিশেষ দিবসটি বহু বছর ধরে উদযাপিত হয়ে আসছিল, তাদের সাথে রাষ্ট্রের সম্পর্কটা কেমন ছিল, আছে এবং থাকবে, দেশের এই কঠিন সময়ে সেটা অনেকের মত আমাকেও ভাবিয়ে তুলেছে। তবে শুরুতে বলতে চাই, অতীত সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক পলিসি, পাহাড়ে রাষ্ট্রীয় নিপীড়ন, এবং মানবাধিকার লঙ্ঘনসহ অনেক বিষয় নিয়ে অনেক লেখা লিখেছিলাম। আমার সেসব অনেক লেখা IPNEWS সহ অনেক জায়গায় ছাপানো হয়েছিল। কিন্তু, আজকের আলোচনাটা হিল ভয়েসের ন্যারেটিভসগুলোর মধ্যে রাখতে চাই এবং দেখাতে চাই, সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের সময়ে (২০২০ থেকে ২০২৪ এপ্রিল পর্যন্ত) পাহাড়ের আদিবাসী জনগণের সাথে রাষ্ট্র কেমন আচরণ করেছে। তবে এটাও যুক্ত করতে চাই, শুধু শেখ হাসিনার আমলে নয়, অতীতের সব সরকারের সময়ে পাহাড়ের আদিবাসীরা নির্যাতিত হয়ে এসেছে। ১৯৭১ সাল থেকে আমরা সবসময় পরাধীন থেকে গেছি। বাংলাদেশের স্বাধীনতার স্বাদ আমরা কোনোদিন উপভোগ করতে পারিনি।
উল্লেখ্য যে, ২০২০ সালের ২০ জানুয়ারিতে হিল ভয়েসের ফেসবুক পেইজটি যাত্রা শুরু করে। তখন থেকে এযাবৎ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণের মানবাধিকার লঙ্ঘন, আদিবাসী নারীদের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং বিভিন্ন বিষয় সম্পর্কিত প্রায় ২,৮৫৪টি পোস্ট করা হয়। এসব পোস্টগুলোর থিম্যাটিক ক্লাস্টারগুলো বের করার জন্য আমি GloVe (Global Vectors for Word Representation) অ্যালগরিদম ব্যবহার করেছি, যা শব্দগুলির ভেক্টর প্রতিনিধিত্ব তৈরি করে এবং Uniform Manifold Approximation and Projection (UMAP) এর মাধ্যমে সেগুলিকে 2D স্পেসে প্রদর্শন করেছে। সংযুক্ত প্লটটিতে দেখুন ২০২০ থেকে ২০২৪ এপ্রিল পর্যন্ত পাহাড়ে আদিবাসীদের সাথে রাষ্ট্রের সম্পর্কটা কেমন ছিল? নিচে শুধুমাত্র আমি কিছু থিম্যাটিক ক্লাস্টার নিয়ে আলোচনাটা সীমিত রেখে দিলাম।
• মন এবং সহিংসতা ( (UMAP1: 3.9-4.0, UMAP2: -0.4 থেকে -1.2 পর্যন্ত): এই ক্লাস্টারটিতে “arrested,” “murdered,” “raided,” এবং “tortured” এর মতো শব্দগুলি পার্বত্য চট্টগ্রামে চলমান রাষ্ট্রয় নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনকে প্রতিফলিত করেছে। প্রত্যাশা থাকবে, এই সরকার সেটা বন্ধ করবে।
* বাস্তুচ্যুতি এবং পুনর্বাসন ( UMAP1: 4.0-4.4, UMAP2: -1.2 থেকে 0.4 পর্যন্ত): এই অংশে “evicted,” “displaced,” “relocated,” এবং “resettlement” এর মতো শব্দগুলি রয়েছে, যা আদিবাসী জনগণের ভূমি এবং ঘরবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ এবং পুনর্বাসনের ঘটনার উপর ফোকাস করেছে। এই সরকারকে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে।
* শান্তি আলোচনা এবং সমঝোতা ( UMAP1: 4.3-4.5, UMAP2: 0.8 থেকে1.2 পর্যন্ত): এই ক্লাস্টারটিতে “peace,” “agreement,” “negotiation,” এবং “implementation” এর মতো শব্দগুলি নির্দেশ করে, আদিবাসী জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এবং সংঘাত নিরসনে সম্পূর্ণভাবে পার্বত্য চুক্তিটি বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ।
* প্রতিবাদ এবং প্রতিরোধ (UMAP1: 3.9-4.2, UMAP2: -0.4 থেকে 0.6 পর্যন্ত): এই অংশে “protest,” “resistance,” “struggle,” এবং “movement” এর মতো শব্দগুলি আদিবাসী জনগণের বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সংঘটিত প্রতিরোধ, প্রতিবাদ এবং আন্দোলনকে প্রতিফলিত করেছে।
* যৌন সহিংসতা ( UMAP1: 3.8-4.0, UMAP2: -1.0 থেকে -1.5 পর্যন্ত): এই ক্লাস্টারটিতে “raped,” “sexually,” “violated,” এবং “assaulted” এর মতো শব্দগুলি আদিবাসী নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা এবং তার যে প্রভাব সেটাকে সামনে নিয়ে এসেছে। এই সরকারের যৌন সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
* কেন্দ্রীয় থিম ( UMAP1: 4.0-4.3, UMAP2: -0.2 থেকে 0.8 পর্যন্ত): এই ক্লাস্টারটিতে “authority,” “rights,” “law,” এবং “recommendations” এর মতো শব্দগুলি প্রধানত আদিবাসীদের জন্য আইনি এবং প্রশাসনিক সুরক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।
জানি না, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এবং ভবিষ্যতে দেশে যেসব দল ক্ষমতায় আসবে তাদের সাথে আদিবাসীদের সম্পর্কটা কেমন হবে? যদি তারা সত্যিকার অর্থে একটি “সবার জন্য বৈষম্যমুক্ত কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা” গড়তে চায়, তাহলে তারা এসব থিম্যাটিক ক্লাস্টারগুলোকে বিবেচনায় নিতে পারে। দেশে সব সরকারের সময়ে পাহাড়ে নিপীড়িত-নির্যাতিত জনগোষ্ঠীর একজন সদস্য হিসেবে বলব, “অধিকার দিয়ে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ছোট হয়ে যায়নি”।
সবাইকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা।
ড. অনুরাগ চাকমা, রিসার্চ ফেলো, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।
+ There are no comments
Add yours