হিল ভয়েস, ২৪ আগস্ট ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ৯নং ওয়ার্ডের বাসিন্দা বিবাহিত এক তঞ্চঙ্গ্যা নারী (৪০) ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল (২৩ আগস্ট), শুক্রবার, বিকাল আনুমানিক ৩ টার দিকে নিজ বাড়ি থেকে জুমে যাওয়ার পথে ওই নারী এক বহিরাগত সেটেলার বাঙালি কর্তৃক ধর্ষণের চেষ্টার শিকার হন বলে জানা গেছে।
বহিরাগত সেটেলার বাঙালিটির নাম মোঃ ফারুক (২৫), পীং-বশর উদ্দিন, গ্রাম-শিকদার বিল, রাজাপালং ইউনিয়ন, উখিয়া উপজেলা, কক্সবাজার জেলা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐদিন বিকাল আনুমানিক ৩ টার দিকে ওই নারী ঘর থেকে বের হয়ে জুমের উদ্দেশে রওনা দেন। কিছুক্ষণের মধ্যে ভালুকিয়া খাল নামক স্থানে পৌঁছলে মোঃ ফারুক নামের ওই বাঙালি জুম্ম নারীটিকে আটকিয়ে জোরপূর্বক বুকে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এতে ওই নারী ধস্তাধস্তি করে কোনো রকমে সেখান থেকে পালিয়ে গিয়ে পাশ্ববর্তী মংজয় পাড়ায় আশ্রয় নিয়ে গ্রামবাসীকে বিষয়টি জানান। এরপর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলের দিকে গিয়ে মোঃ ফারুককে আটক করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষণের চেষ্টাকারী মোঃ ফারুককে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে এবং আজই একটি মামলা দায়ের করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালতলী পাড়া এলাকায় ৭/৮ জন সেটেলার বাঙালি কর্তৃক এক চাকমা নারীকে (৪০) ধর্ষণ করার অভিযোগ পাওয়া যায়। সেখানে কাউকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি।
এছাড়া, গতকাল ২৩ আগস্ট, আনুমানিক বিকাল ৪ টায় রাঙ্গামাটির শহরের ব্যস্ততম বাজার বনরূপা বাজারে মোঃ হাবিবুর রহমান (৫৫) নামে এক সেটেলার বাঙালি কর্তৃক দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক জুম্ম ছাত্রী (৭) ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ধর্ষণের চেষ্টাকারী প্রথমে তার নাম রাইছ মিয়া বলে মিথ্যা পরিচয় দেয়। পরে থানায় সঠিক নাম বেরিয়ে আসে। ঐদিনই এলাকাবাসী মোঃ হাবিবুর রহমানকে ধরে পুলিশের নিকট হস্তান্তর করে।
+ There are no comments
Add yours