হিল ভয়েস, ১২ আগস্ট ২০২৪, ঢাকা: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে তা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
গত ৫ আগস্ট থেকে চলমান এই সহিংসতার প্রতিবাদে ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে সারা দেশে আজ রবিবার (১১ আগস্ট) আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীরাও ব্যাপকভাবে যোগ দেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় আরও বলা হয়, গত ৫ আগস্ট থেকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর, হত্যা ও নারী নির্যাতন চলছে। সাংগঠনিক সূত্র ও সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৫২টি জেলায় হামলা চালানো হয়েছে।
ঢাকায় বিকেলে কেন্দ্রীয়ভাবে সমাবেশের আয়োজন করা হয় শাহবাগে। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর। বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, সভাপতিমন্ডলীর সদস্য কাজল দেবনাথ, রঞ্জন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল রায়, অ্যাড. কিশোর রঞ্জন মন্ডল, অ্যাড. কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু প্রমুখ। সংখ্যালঘু ঐক্যমোর্চার নেতৃবৃন্দও এ সভায় উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours