হিল ভয়েস, ১৮ আগস্ট ২০২৪, চট্টগ্রাম: গতকাল (১৭ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আদিবাসী চলচ্চিত্র প্রদর্শনী ও প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ও প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ।
গতকাল সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে ক্যাম্পাসের রেল স্টেশনে এই অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রতিবাদী গান পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন রঁদেভূ শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ এবং পরবর্তীতে অং রাখাইন পরিচালিত চাকমা ভাষার চলচ্চিত্র ‘ম থেংগারি’ (My Bicycle), এসকে শুভ সাদিক পরিচালিত ম্রো ভাষার চলচ্চিত্র Ki’ōri pēkarā u (2023) (Dear Mother) ও তানভির মোকাম্মেল পরিচালিত ডকুমেন্টারি Karnaphulir Kanna (২০০৫) এ তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্বেষ চাকমা বলেন, দেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর কৃষ্টি, ঐতিহ্য, জীবন-সংগ্রাম ও তাদের বেদনা-প্রান্তিকতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমাদের এই উদ্যোগ। আমরা মনে করি, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতিসহ তাদের মৌলিক অধিকার এখনো পর্যন্ত না থাকার কারণে তারা আজও মূলধারা থেকে পিছিয়ে রয়েছে। এছাড়াও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে পার্বত্য অঞ্চলের আদিবাসীরা প্রতিনিয়ত ভূমি উচ্ছেদ, জাতিগত নিধন ও শোষণ-বঞ্চণার শিকার হচ্ছে। আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকারসহ তাদের ন্যায্য অধিকার পূরণের মধ্য দিয়ে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি। তাই এই আয়োজনের মধ্য দিয়ে আমরা দেশের সকল প্রগতিশীল ব্যক্তিবর্গের কাছে আদিবাসীদের অধিকার বাস্তবায়নের আন্দোলনে আহ্বান জানাতে চাই।