হিল ভয়েস, ২ আগস্ট ২০২৪, গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীর আদিবাসী সাঁওতালদের জমি আবারও দখল করার তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল (১ আগস্ট) দুপুরের দিকে উপজেলা সদরের কাটামোড়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে উক্ত বেদখল প্রক্রিয়ার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সাঁওতাল জনগোষ্ঠীর বিপুল সংখ্যক নারী-পুরুষ ছাড়াও স্থানীয় মানবতাবাদী বাঙালি জনগণও স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী জনগণ জানান, স্বপন শেখ এর নেতৃত্বে চিহ্নিত ভূমিদস্যু চক্র আবারও গোবিন্ধগঞ্জে আদিবাসী সাঁওতালদের জমি বেদখল করা শুরু করেছে।
গতকালের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা: ফিলিমন বাসক। সমাবেশে বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম, আদিবাসী নেতা আনিসুর রহমান ময়নুল, রাফায়েল হাসদা, প্রিসিলা মুরমু, গৌর পাহাড়ি, সাহেব মুরমু, প্রদীপ টুডু, সুচিত্রা মুরমু, তৃষ্ণা মুরমু প্রমুখ।
এর আগে আদিবাসী সাঁওতালরা বাগদাবাজারে সমবেত হয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা কাটামোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর তিনজন সাঁওতাল হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের বিচার এখনও শেষ পাইনি। এখনও সাঁওতালরা নানাভাবে হয়রানির হচ্ছেন। এর মধ্যেই নতুন করে শুরু হয়েছে অসহায় সাঁওতালদের জমি দখল।
বক্তারা বলেন, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় স্বপন শেখের নেতৃত্বে ভূমিদস্যুরা প্রকাশ্যে সাঁওতালদের জমি জোর করে দখল করে নিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে বার বার বিচার চেয়েও কোনো লাভ হয়নি। সাঁওতালদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ ও নিশ্চিহ্ন করতেই নতুন করে এই ষড়যন্ত্র করা হচ্ছে।
বক্তারা সাঁওতালদের জমি দখল বন্ধসহ সকল ধরনের হয়রানি বন্ধের দাবি জানান এবং এসব বন্ধ না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
জানা গেছে, কাটামোড়ে বিক্ষোভ কর্মসূচি চলাকালে আদিবাসী পল্লীতে সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমুর বাড়িতে ভূমিদস্যু সন্ত্রাসীরা হামলা করে ব্যাপক ভাঙচুর করে ক্ষতিসাধন করেছে।
+ There are no comments
Add yours