আগামীকাল আদিবাসী দিবসের সকল কর্মসূচি স্থগিত

হিল ভয়েস, ৮ আগস্ট ২০২৪, বিশেষ প্রতিবেদক: দেশে গণঅভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী উদ্ভুত অস্থিতিশীল পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির কারণে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বাংলাদেশের আদিবাসী জনগণ আগামীকাল (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করেছে বলে জানা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের আদিবাসী জাতিগোষ্ঠীর ন্যায় পার্বত্য চট্টগ্রাম ও সমতল অঞ্চলের আদিবাসীরাও প্রতিবছর এই দিবসটি উৎসাহ-উদ্দীপনার সাথে নিজেদের বাস্তবতা ও দাবি-দাওয়া তুলে ধরে সভা, সমাবেশ, শোভাযাত্রা, চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে।

এই বছর জাতিসংঘের “Protecting the Rights of Indigenous Peoples in Voluntary Isolation and Initial Contact”-এই প্রতিপাদ্যকে অবলম্বন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম তার প্রতিপাদ্য নির্ধারণ করেছিল “আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন”।

এই বছর উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ঢাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা, চট্টগ্রামে সমাবেশ, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলা ও সমতলের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত অঞ্চলে র‌্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথা ছিল।

কিন্তু দেশের বিরাজমান পরিস্থিতির কারণে উক্ত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

More From Author