রোয়াংছড়িতে সেনাবাহিনীর মারধরের শিকার এক আদিবাসী যুবক

হিল ভয়েস, ৭ জুলাই ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলার রোয়াংছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক আদিবাসী নিরীহ যুবক মারধর ও সাময়িক আটকের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে গতকাল (৬ জুলাই) সকাল ১১ টার দিকে রোয়াংছড়ি সেনা ক্যাম্পের চেকপোস্টে।

ভুক্তভোগী ওই আদিবাসী যুবকের নাম ডানিএং খুমী (২২), পীং-সিমাইন খুমী, গ্রাম-প্রোফুংমক পাড়া, ২নং ওয়ার্ড, ২নং রুমা সদর ইউনিয়ন, রুমা উপজেলা। তিনি পেশায় একজন বাইক চালক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে যুবক ডানিএং খুমী তার বাইকে করে ভাড়ায় এক আদিবাসী স্কুল ছাত্র ও তার অভিভাবককে নিয়ে রুমা থেকে রোয়াংছড়ি উপজেলার পাকলাছড়া ছাত্রাবাসের উদ্দেশে রওনা দেন। যাওয়ার পথে খামতাম পাড়া গ্রামের পরই রোয়াংছড়ি সেনা ক্যাম্পের অধীন একটি সেনা চেক পোস্টে সেনা সদস্যদের কর্তৃক বাইকটি থামানো হয়। সেখানে কোনো কিছু না বলেই সেনা সদস্যরা বাইক চালক ডানিএং খুমীকে ব্যাপক মারধর করে।

সেনা চেক পোস্টে প্রায় ৬/৭ ঘন্টা আটকাবস্থায় রাখার পর বিকাল ৬ টার দিকে সেনা সদস্যরা বাইক চালক ডানিএং খুমীকে ছেড়ে দেয়।

More From Author

+ There are no comments

Add yours