হিল ভয়েস, ১০ জুলাই ২০২৪, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন সদর এলাকায় বান্দরবান জেলার অধিবাসী ৫ নিরীহ মারমা গ্রামবাসী ব্যাপক মারধরের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গত ৫ জুলাই ২০২৪ এই মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগীরা সবাই বান্দরবান সদর উপজেলার ১নং রাজভিলা ইউনিয়নের বাসিন্দা।
মারধরের শিকার ব্যক্তিরা হলেন ১। পাইসুই অং মারমা (৩৮), পীং-অংক্যথোয়াই মারমা, গ্রাম-উদাল বসনিয়া হেডম্যান পাড়া, তিনি ২নং ওয়ার্ড এর নির্বাচিত ইউপি সদস্য; ২। বাবলু মারমা (৩০), পীং-থোয়াইঅং প্রু মারমা, গ্রাম-রাজভিলা বিহার পাড়া, ১নং ওয়ার্ড, তিনি ইউনিয়ন পরিষদের অফিস সহকারী; ৩। উচ্চনু মারমা (২৫), পীং-উসাপ্রু মারমা, গ্রাম-বুড়া মেম্বার পাড়া উদলবনিয়া, ২নং ওয়ার্ড; ৪। উসাই মং মারমা (১৮), পীং-অজ্ঞাত, গ্রাম- বুড়া মেম্বার পাড়া উদলবনিয়া, ২নং ওয়ার্ড, তিনি একজন ছাত্র এবং ৫। থুইমং মারমা (২৬), পীং-অজ্ঞাত, গ্রাম-বুড়া মেম্বার পাড়া উদলবনিয়া, ২নং ওয়ার্ড।
অভিযোগ রয়েছে, বর্তমানে রাজস্থলী উপজেলায় মগ পার্টি সন্ত্রাসীরা দুটি দলে দুটি আস্তানায় অবস্থান করে সেখান থেকে যাবতীয় সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এর একটি আস্তানা অবস্থিত বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারের পেছনে নাইক্যছড়া সড়কের পাশে জনৈক তঞ্চঙ্গ্যা গ্রামবাসীর সেমিপাকা বাড়িতে। ঐ বাড়িটি তারা ইতিপূর্বে বাড়ির মালিকের কাছ থেকে জোর করে দখল করে এবং বাড়ির মালিককে বাড়িছাড়া করে। সন্ত্রাসীদের এই আস্তানাটি বাঙ্গালহালিয়া বাজার সেনা ক্যাম্পের মাত্র ২ শত গজের মধ্যে অবস্থিত। মগ পার্টির অপর আস্তানাটি গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়ায় অবস্থিত বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, সেনা ক্যাম্পের পাশে অবস্থান করেই মগ পার্টির সন্ত্রাসীরা প্রকাশ্যে এসব কর্মকান্ড চালাচ্ছে। সেনাবাহিনী দেখেও না দেখার ভান করছে।
+ There are no comments
Add yours