হিল ভয়েস, ১১ জুলাই ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলাধীন থানচি উপজেলার সীমান্ত সড়ক সংলগ্ন তামলৌ পাড়া সংলগ্ন ২২ কিলো এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাসৃষ্ট বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে।
যুদ্ধে কেএনএফ সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে বলেও জানা গেছে। নিহত সেনা সদস্যের নাম সৈনিক মোঃ আবু হানিফ (১ বীর), তার বাড়ি নড়াইল জেলায় বলে জানা গেছে।
গতকাল ১০ জুলাই ২০২৪, বিকাল ৪ টার দিকে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একটি সূত্র জানায়, তামলৌ পাড়া সংলগ্ন ২২ কিলো এলাকায় ইতোমধ্যে সেনাবাহিনী একটি নতুন ক্যাম্প স্থাপন করে। ঐ ক্যাম্পটি ঘেরাও করে কেএনএফ সদস্যরা গুলি চালালে, উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে উক্ত সেনা সদস্য নিহত হয়।
জানা গেছে, ঘটনার পরপরই থানচি সদর থেকে সেনাবাহিনীর ৭-৮টি গাড়ি ঘটনাস্থলের দিকে যায়।
অভিযোগ রয়েছে যে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এবং ভাগ করো শাসন করো উপনিবেশিক নীতির ভিত্তিতে একের পর এক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ গঠনের ষড়যন্ত্র হিসেবে সেনাবাহিনী কর্তৃক কেএনএফ সৃষ্টি করা হয়। পরে অর্থের বিনিময়ে কেএনএফ কর্তৃক ইসলামী জঙ্গী গোষ্ঠীকে আশ্রয় ও সামরিক প্রশিক্ষণের তথ্য ফাঁস হলে আন্তর্জাতিক চাপে পড়ে সেনাবাহিনী তথা বাংলাদেশ সরকার বাধ্য হয় কেএনএফের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করতে। এভাবে আজ কেএনএফ সেনাবাহিনীর বুমেরাং ইস্যতে পরিণত হয়েছে।
+ There are no comments
Add yours