হিল ভয়েস, ২৪ জুন ২০২৪, বান্দরবান: বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার মামলার ২১ ও ২২ জুন ২ দিনে ৪ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
গত শনিবার (২২ জুন) রুমা উপজেলা সদর থেকে সাইলুক থাং বম (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার পাইন্দু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিয়াম রোয়াত বমের ছেলে।
অন্যদিকে গত শুক্রবার (২১ জুন) বান্দরবানের রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে আরো ৩ জন বম সম্প্রদায়ের লোককে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রুমার পাইন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা গড গলরী বম (৩১), সাং খুম বম (৩৮) ও জেফানিয়া বম (১৯)।
গত শনিবার (২২ জুন) দুপুরে গ্রেফতারকৃত বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার।
এদিকে একই ঘটনায় ১৪ জুন রোয়াংছড়ি থেকে গ্রেপ্তার হওয়া ছয়জনকে এক দিন করে রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। গত রোববার (২৩ জুন) দুপুরে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এই আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন রোয়াংছড়ি সদর ইউনিয়নের পাইং খিয়ং পাড়ার মুনকিম লিয়ান বম (৪৩), রোয়াল লিয়ান সাং বম (৩০), রাম চনহ সাং বম (২৫), রোয়ালে খুম লিয়ান বম (৪০), কাপময় থাং বম (৩৪) ও সুয়ানলু পাড়ার ইসহাক বম (৩৮)।