হিল ভয়েস, ৩ জুন ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা হত্যা মামলার নামভুক্ত ৮ জন আসামির মধ্যে ৪ জন গ্রেপ্তার হয়েছেন।
আজ সোমবার (৩ জুন) ভোর রাত ১:৩০ টার দিকে পুলিশ রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভ বাজারের একটি হোটেল থেকে এই আসামিদের গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ৪নং আসামি ওয়াইভার ত্রিপুরা (৫০), পীং-বিদ্যারাম ত্রিপুরা, সাং-বড়থলি ত্রিপুরা পাড়া, ৪নং ওয়ার্ড; ৬নং আসামি সাধুচন্দ্র ত্রিপুরা (৫৩), পীং-প্রভাত ত্রিপুরা, সাং-প্রাংজা ত্রিপুরা, ৭নং ওয়ার্ড; ৭নং আসামি সত্যচন্দ্র ত্রিপুরা (৪৯), পীং-লক্ষীচন্দ্র ত্রিপুরা, সাং-পুকুর পাড়া, ৬নং ওয়ার্ড ও ৮নং আসামি সুজন ত্রিপুরা (৫৭), পীং-সুগচান ত্রিপুরা, সাং-পুকুর পাড়া, ৬নং ওয়ার্ড।
গ্রেপ্তারকৃত ওয়াইভার ত্রিপুরা আওয়ামীলীগের বড়থলি ইউনিয়ন কমিটির সহ-সভাপতি এবং ৪নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার বলে জানা গেছে। অপরদিকে, সাধুচন্দ্র ত্রিপুরা আওয়ামীলীগের বড়থলি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক, সত্যচন্দ্র ত্রিপুরা আওয়ামীলীগের বড়থলি ইউনিয়ন কমিটির সভাপতি এবং সুজন ত্রিপুরা স্থানীয় আওয়ামীলীগের সদস্য ও সংস্কারপন্থী জেএেসএসের সহযোগী বলে জানা গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ মে ২০২৪ রাত আনুমানিক ১১:৩০ টায় বড়থলি পাড়া গ্রামে নিহত আতোমং মারমার স্ত্রীর ভাই চিংহ্লা অং মারমার (৫০) মাচাং ঘরে ভাত খাওয়ার সময় মাচাং এর নীচে আসামিরা অবস্থান নেয় এবং সেখান থেকে ১নং আসামি ও ২নং আসামি আতোমং মারমাকে বন্দুক দিয়ে গুলি করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ট্রোপসারের পর আহত চেয়ারম্যানের শরীর থেকে চারটি গুলি বের করেন চিকিৎসকরা। এরপর থেকে তিনি সেখানে লাইফ-সাপোর্টে আইসিইউতে ছিলেন বলে জানা যায়।
এরপর গত ৩০ মে, রাত ১১:৩৮ টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন চেয়ারম্যান আতোমং মারমা।
গত ৩১ মে, রাত ৮ টার দিকে নিহত চেয়ারম্যানের বড় ভাই ক্যসিংমং মারমা (৬১) বাদী হয়ে বিলাইছড়ি থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকেও মামলায় আসামি করা হয়েছে। উক্ত বিলাইছড়ি থানার মামলা নং-০১, তাং-৩১/৫/২০২৪ ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
মামলায় নামভুক্ত আসামিরা হলেন- ৪নং বড়থলি ইউনিয়নের ১। সাহ্লাচিং মারমা (৪২), পিতা-সাহ্লাউ মারমা, সাং-বড়থলি মারমা পাড়া, ৫নং ওয়ার্ড, ২। গুনচন্দ্র ত্রিপুরা (৩৫), পিতা-এরাজন ত্রিপুরা, সাং-বড়থলি ত্রিপুরা পাড়া, ৪নং ওয়ার্ড, ৩। ফিলিপ ত্রিপুরা (৫৫), পিতা-বিদ্যারাম ত্রিপুরা, সাং-বড়থলি ত্রিপুরা পাড়া, ৪নং ওয়ার্ড, ৪। ওয়াইভার ত্রিপুরা (৫০), পিতা-বিদ্যারাম ত্রিপুরা, সাং-বড়থলি ত্রিপুরা পাড়া, ৪নং ওয়ার্ড, ৫। সাপ্রুচিং মারমা (৩৫), পিতা-সাহ্লাউ মারমা, সাং-বড়থলি মারমা পাড়া, ৫নং ওয়ার্ড, ৬। সাধুচন্দ্র ত্রিপুরা (৫৩), পিতা-প্রভাত ত্রিপুরা, সাং-প্রাংজা পাড়া, ৭নং ওয়ার্ড, ৭। সত্যচন্দ্র ত্রিপুরা (৪৯), পিতা-লক্ষীচন্দ্র ত্রিপুরা, সাং-পুকুর পাড়া, ৬নং ওয়ার্ড, ৮। সুজন ত্রিপুরা (৫৭), পিতা-সুগচান ত্রিপুরা, সাং-পুকুরপাড়া, ৬নং ওয়ার্ড।