হিল ভয়েস, ২ মার্চ ২০২৪, রাঙ্গামাটি : গতকাল ১ মার্চ ২০২৪, বিকাল ৩ ঘটিকায় পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন সংগ্রামী প্রয়াত ড. রামেন্দু শেখর দেওয়ানের স্মৃতির স্মরণে রাঙাপানিস্থ কান্ত স্মৃতি খেলার মাঠে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
খেলাটি উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরুপা দেওয়ান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শিশির চাকমা, স্বনামধন্য শিল্পী রনজিৎ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমা এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাঙ্গাপানি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব জিকো চাকমা।
উদ্বোধনী পর্বে ড. রামেন্দু শেখর দেওয়ানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আয়োজক কমিটির সদস্য আশিকা চাকমা।
শুভেচ্ছা বক্তব্যে আহ্বায়ক জুয়েল চাকমা বলেন, ড. রামেন্দু শেখর দেওয়ান ছিলেন পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন পুরোধা ব্যক্তি। বিশ্ব দরবারে জুম্ম জনগণের আন্দোলনকে তুলে ধরতে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর স্মৃতি ও চেতনাকে টিকিয়ে রাখতে ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন। তাঁর চেতনা ও আদর্শ লালন করার আহ্বান জানান তিনি।
উদ্বোধক নিরুপা দেওয়ান বলেন, রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খুবই সুন্দর একটা প্লাটফর্ম। এই টুর্নামেন্ট কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের আদিবাসীদের অধিকারের চেতনাকে সমুন্নত রাখার প্রয়াসের ধারাবাহিকতাকে চর্চার মাধ্যম হিসেবে দেখতে হবে। বিশ্বের ক্রীড়াঙ্গনে পার্বত্য চট্টগ্রামের অনেক আদিবাসী গৌরবোজ্জ্বল অবদান রাখছে। তারা সমাজ, জাতি ও আমাদেরকে প্রতিনিধিত্ব করছে। তারা একপ্রকার দূত হিসেবে বিশ্ব দরবারে আদিবাসীদের তুলে ধরছে। যেমনটা ড. আর এস দেওয়ান করেছিলেন।
বক্তব্য শেষে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরুপা দেওয়ান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর উদ্বোধনী ম্যাচ আরম্ভ হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী দল ও কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতি।
উদ্বোধনী ম্যাচে চবি আদিবাসী ফুটবল টিম ৪-২ গোলে কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতিকে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চবি আদিবাসী ফুটবল টিমের খেলোয়াড় চংলক ম্রো। পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।