বিলাইছড়িতে সেনাবাহিনীর টহল, গুলি করার হুমকি, এলাকায় আতঙ্ক

হিল ভয়েস, ১২ মার্চ ২০২৪, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কর্তৃক রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নে জুম্ম গ্রামে টহল অভিযান পরিচালনা এবং এসময় কয়েকজন জুম্মকে পেলে গুলি করার হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকার জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১১ মার্চ ২০২৪ সকাল ১১টার দিকে বিলাইছড়ি সেনা জোনের ৩২ বীর এর জনৈক সুবেদারের নেতৃত্বে ২২ সদস্যের একটি সেনাদল ১নং বিলাইছড়ি ইউনিয়নের ২নং ধুপ্যাচর ওয়ার্ডের বিলাইছড়ি মোন পাড়াতে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। এর পরপরই সেনাদলটি গ্রামে টহল অভিযান চালায়। এক পর্যায়ে সেনাদলটির কমান্ডার স্থানীয় কার্বারিকে ডেকে তার সামনে একটি নামের তালিকা বের করে এবং সাইমন, আগমন, তানবীর সহ বেশ কয়েকজন জুম্মর নাম উল্লেখ করে।

এসময় সেনাবাহিনীর কমান্ডার কার্বারির কাছে তালিকাভুক্ত ওই জুম্মদের বাড়ি কোথায়, মা-বাবা কোথায় থাকে ইত্যাদি প্রশ্ন জিজ্ঞেস করেন এবং এদের পেলে গুলি করা হবে বলে হুমকি দেন। এসময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিলাইছড়ি মোন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একরাত অবস্থান করে আজ (১২ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে সেনাদলটি ক্যাম্পে ফিরে গেছে বলে জানা গেছে।

More From Author

+ There are no comments

Add yours