হিল ভয়েস, ৮ মার্চ ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে তাংকোয়তাং সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার কর্তৃক দুই জুম্মকে মারধর ও একই ইউনিয়নের ফারুয়া সেনা সাবজোন থেকে একদল সেনাসদস্য কর্তৃক ১ জুম্মর বাড়ি ঘেরাও করে ব্যাপক তল্লাশি করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ৫ মার্চ ২০২৪ তারিখে বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের ৮নং তাংকোয়তাং ওয়ার্ডের বিলাইছড়ি জোনের ৩২ বীর এর তাংকোয়তাং সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কতৃক দুই জন নিরীহ জুম্ম ব্যাপক মারধরের শিকার হয়েছেন।
মারধরের শিকার ব্যাক্তিরা হল- নতুন বাবু তঞ্চঙ্গ্যা(৪০), পীং- পুনঙচান তঞ্চঙ্গ্যা ও কাজল বাবু তঞ্চঙ্গ্যা(৩৮), পীং- লক্ষিকুমার তঞ্চঙ্গ্যা। উভয় সাং- তাংকোয়তাং, ৮ নং ওয়ার্ড, ৩নং ফারুয়া ইউনিয়ন।
ঘটনার বিবরণে জানা গেছে গত ৫ মাছ তারিখে ফারুয়া ইউনিয়নে তাদের ঘর নির্মানের জন্য কাঠ চিরাই করে ঘরে ফেরার সময় কাউকে কিছু না জানিয়ে আকস্মিক ভাবে তাংকোয়তাং সেনা ক্যাম্পের কয়েকজন সেনাসদস্য তাদের জোরপূর্বক টেনেহিঁচড়ে ক্যাম্পে নিয়ে গিয়ে ক্যাম্প কমান্ডার নির্দেশে ব্যাপক মারধর করা হয়। এ ঘটনায় তাংকোয়তাং পাড়াবাসীর মধ্যে তিব্র ক্ষোভ ও ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে দিনাতিপাত করছেন বলে জানা যায়।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪) সকালের দিকে একই ইউনিয়নে সেনাবাহিনীর ৩২ বীর এর ফারুয়া সাবজোন থেকে একদল সেনা সদস্য প্রদীপ তঞ্চঙ্গ্যা(৩৮), পীং- মৃত ললিত মোহন তঞ্চঙ্গ্যা, ৪নং ওয়ার্ড গোয়াইনছড়ি, ৩নং ফারুয়া ইউনিয়ন- এর বসতবাড়ি ঘেরাও করে ব্যাপক তল্লাশি চালিয়েছে বলে জানা যায়।