সিরাজগঞ্জের তাড়াশে হত্যার ঘটনাস্থল পরিদর্শন ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের যৌথ প্রতিনিধি দলের

হিল ভয়েস, ১ ফেব্রুয়ারি ২০২৪, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাসহ সপরিবারে নির্মম খুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মিলন কান্তি দত্ত, মনীন্দ্র কুমার নাথ, বিপ্লব দে ও সাগর হালদার’র সমন্বয়ে গঠিত যৌথ প্রতিনিধি দল আজ ৩১ জানুয়ারি ২০২৪, দুপুরে সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারে বিকাশ সরকারসহ ৩ জনের নির্মম খুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধি দলের নেতৃবৃন্দ হত্যাকান্ডে শিকার পরিবারের আত্মীয় স্বজনদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। পরে নেতৃবৃন্দ স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম ও সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল’র কার্যালয়ে সাক্ষাৎ করে এহেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ সময় পুলিশ সুপার হত্যাকান্ডের মূল আসামী নিহত বিকাশ সরকারের ভাগ্নে রাজিবকে ইতোমধ্যে গ্রেফতার হয়েছে মর্মে প্রতিনিধিদলকে জানিয়েছেন। প্রতিনিধিদল পুলিশ সুপারকে এ ঘটনা গভীরভাবে খতিয়ে দেখতে বলেছেন যাতে প্রকৃত অপরাধীরা পার না পায়।

যৌথ প্রতিনিধি দলের সাথে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক এবং অন্যান্যের মধ্যে ছিলেন- দিলীপ গৌড়, সুনীল দে, সুজন দে, মানিক দাস, ছনি দাস, উৎপল সাহা ও সৌরভ ঘোষ পিনু প্রমুখ।

More From Author