হিল ভয়েস, ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ঢাকা: গতকাল ১৪ ফেব্রুয়ারি ২০২৪, বিকাল ৩:০০ টায় ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আদিবাসী ছাত্র-যুব ও নারী সংগঠনসমূহের উদ্যোগে প্রীতি ওরাং-এর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং মহালছড়ির আদিবাসী জুম্ম নারী ধর্ষণ চেষ্টাকারীর বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের অর্থ সম্পাদক অনন্যা দ্রং, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলীক মৃ, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়ক ফাল্গুনী ত্রিপুরা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় পরিষদের সভাপতি দীপক শীল, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সহ-সভাপতি রেং ইয়ং ম্রো, আদিবাসী পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক চুং ইয়াং, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা প্রমুখ।
অনন্যা দ্রং তার বক্তব্যে বলেন, আমরা লজ্জিত বোধ করি যে, আমাদেরকে সবসময় আদিবাসীদের জন্য বিচার চাইতে রাস্তায় নামতে হচ্ছে।
অলীম মৃ তার বক্তব্যে বলেন, প্রীতি ওরাং-এর হত্যাকারী ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার গ্রেপ্তার হয়েছেন। কিন্তু তলে তলে বড় অংকের টাকা দিয়ে এই মামলা বানচালের চেষ্টা চলছে। তিনি প্রীতির মৃত্যুর যথাযথ ও নিরপেক্ষ তদন্ত এবং আদিবাসী নারী ও জনগণের বিরুদ্ধে সকল প্রকার নিপীড়ন অবসানের দাবি জানান।
ফাল্গুনী ত্রিপুরা বলেন, প্রীতি ওরাং পারিবারিকভাবে কতটা অভাবী হলে শহরে একটি বাসায় কাজের মেয়ে হিসেবে কাজ করে। আর এই সুযোগ নিয়েই তাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তিনি বলেন, প্রীতি ওরাং এর হত্যার বিচার না হলে দেশের নারী সমাজ বসে থাকবে না।
দীপক শীল বলেন, প্রীতির মৃত্যু এবং মহালছড়িতে আদিবাসী নারী ধর্ষণ চেষ্টার ঘটনা দেশে আদিবাসীদের বিরুদ্ধে নিপীড়নের অংশ। তিনি অবিলম্বে উভয় ঘটনার ন্যায় বিচারের দাবি জানান। তিনি আরও বলেন, আমরা জেনেছি, টাকার বিনিময়ে প্রীতি ওরাং-এর পরিবারকে মামলা তুলে নিতে বাধ্য করা হচ্ছে। এ ধরনের চেষ্টা করা হলে দেশের ছাত্র সমাজ বসে থাকবে না।
চুং ইয়াং বলেন, প্রীতির হত্যাকারীরা অনৈক প্রভাবশালী, দেশের সুশীল সমাজও প্রীতি ওরাং-এর বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
জগদীশ চাকমা বলেন, টাকার বিনিময়ে হত্যাকারীদের ছেড়ে দিলে দেশের সর্বস্তরের পাহাড়িরা মাঠে নামবে। আইন-শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হবে। প্রীতির লাশ তার বাবা-মায়ের হাতে দেওয়ার সময় দুই লাখ টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করা হয়েছে। এটা অত্যন্ত হাস্যকর ও ঘৃণিত কাজ।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ২০২৪ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হক ঢাকার মোহাম্মদপুরের ৮ তলা ফ্লাট থেকে প্রীতি ওরাং(১৫) মৃত্যুবরণ করে। সে আশফাকুল হকের বাড়িতে সাহায্যকারী হিসেবে কাজ করত। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। বর্তমানে আশফাকুল হক ও তার স্ত্রী চার দিনের পুলিশের রিমান্ডে রয়েছেন।
অপরদিকে, গত ৯ ফেব্রুয়ারি ২০২৪ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ঝিরি থেকে পানি আনতে গিয়ে এক জুম্ম নারী দুই সেটেলার বাঙালি কর্তৃক ধর্ষণের চেষ্টার শিকার হয় বলে জানা যায়।