গৌতম চাকমা
লারমা তুমি পাহাড়ের প্রহরী
বসন্তের আগমন তোমার এই জন্মদিন
ভুলে যাই কি করে এই ১৪ ফেব্রুয়ারি,
শোষিত নিপীড়িত অধিকার হারা জুম্ম জাতির গর্ভে এসেছিলে ভুবনে আজকের এই দিনে।
পাহাড়ের হাল ধরেছিলে দুঃসময়ে
নতুন করে বাঁচার স্বপ্ন জাগিয়েছিলে লারমা তুমি,
জীবন যৌবন দিয়েছো বিলিয়ে পাহাড়ের তরে
এই জুম্ম জাতি মনে রাখবে তোমায় আজীবন ধরে।
অধিকারহারা জুম্ম জাতির মুক্তির পথিক তুমি
তোমার বিপ্লবী চেতনা লালন করা হাজারো অনিক
পথ চেয়ে বসে আছে,
কবে সেই প্রতিবাদের কন্ঠে আহ্বান দেবে।
তোমার আহ্বানের অপেক্ষায় আছে আরো
জাতির জন্য দিয়েছে বলিদান ছেলে হারানো মায়ের প্রতিবাদ,
অপেক্ষায় আছে শত মা-বোনের ধর্ষণ, ঘর, ভূমি হারানো অশ্রু ভেজা আর্তনাদের চিৎকারের প্রতিবাদ।
ওঠ পেতে বসে আছে শিক্ষার প্রতিদান না পাওয়া শিক্ষিত বেকার তরুণ যুব সমাজ কবে সেই প্রতিবাদের আহ্বান।