হিল ভয়েস, ৫ ফেব্রুয়ারি ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া বাজার হতে বিলাইছড়ি উপজেলা সদর পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ কাজের ফলে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আজাছড়ি ভাঙামুড়া পাড়া এলাকায় দুই জুম্ম গ্রামবাসী উচ্ছেদের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত ১১ জানুয়ারি ২০২৪ সড়ক নির্মাণকারীরা ট্রাক্টর দিয়ে জোরপূর্বক উচ্ছেদ করে বলে জানা যায়।
ভুক্তভোগী দুই গ্রামবাসী হলেন- রহেজয় তঞ্চঙ্গ্যা (৪৯), পীং-মৃত দাইগ্যা তঞ্চঙ্গ্যা এবং বাদল্যা তঞ্চঙ্গ্যা (৬৫), পীং-বারেয়ং তঞ্চঙ্গ্যা। যুগ যুগ ধরে তারা ঐ জায়গায় বসবাস করে আসছেন বলে জানা গেছে।
হতদরিদ্র উক্ত দুই পরিবার বর্তমানে কনকনে শীতে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেশের প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে কাপ্তাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)-এর তত্ত্বাবধানে এই সংযোগ সড়ক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
পরিবারগুলো উচ্ছেদ হওয়ার বিষয়ে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে উক্ত সড়কের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বিপাস চাকমার সাথে যোগাযোগ হলে তিনি উচ্ছেদকৃত বাড়ির মালিকের ছবি ও আইডি কার্ড এর ফটোকপি সংগ্রহ করে নিয়ে যান বলে জানা গেছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছেদকৃতদের কোনো প্রকার ক্ষতিপূরণ দেওয়া হয়নি।