সেনাসৃষ্ট কেএনএফ সন্ত্রাসীদের কর্তৃক পাইন্দু ইউপি চেয়ারম্যান অপহৃত

হিল ভয়েস, ১৪ জানুয়ারি ২০২৪, বান্দরবান: আজ (১৪ জানুয়ারি ২০২৪) বিকেলের দিকে সেনাবাহিনী সৃষ্ট বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের কর্তৃক বান্দরবান জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উহ্লামং মারমা (৫০) অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রুমার কেউক্রাডং থেকে গাড়িতে বাড়ি ফেরার পথে বগালেক সড়কের হারমন পাড়া এলাকার রংতং ঝিড়ি নামক স্থানে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে গাড়ি থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের শিকার ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমার বাড়ি পাইন্দু ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চান্দাপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের দিকে বেসরকারি সংস্থা লীন প্রজেক্টের কাজ পরিদর্শন শেষে বিকেলের দিকে ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা তার স্ত্রী, স্থানীয় ইউপি মেম্বার এবং লীন প্রজেক্টের কর্মকর্তা-কর্মচারীদের সহ দুটি গাড়িতে বাড়িতে ফেরার পথে এই অপহরণের ঘটনাটি ঘটে।

সূত্রটি জানায়, গাড়ি থেকে নামানোর পর সন্ত্রাসীরা চেয়ারম্যান উহ্লামং মারমার কাছ থেকে চাঁদা দাবি করে। এসময় সন্ত্রাসীরা উহ্লামং মারমার পকেটে থাকা ৩০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর সন্ত্রাসীরা অন্যান্য যাত্রীদের গাড়িতে উঠে যেতে বাধ্য করে এবং চেয়ারম্যান উহ্লামং মারমাকে অপহরণ করে নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমার স্ত্রীর নাম পিয়াং এং ময় বম বলে জানা গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ব্যক্তির মুক্তি পাওয়ার খবর জানা যায়নি।

More From Author