বাঘাইছড়িতে জুম্ম গ্রামে নতুন বিজিবি ক্যাম্প স্থাপনের উদ্যোগ, চলাচলে নিষেধাজ্ঞা

হিল ভয়েস, ১৫ জানুয়ারি ২০২৪, রাঙ্গামাটি: আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি দল রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের মাঝিপাড়া সড়ক সংলগ্ন ভিজাকিজিং এলাকায় নতুন একটি ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জায়গাটি গ্রামবাসীদের সামাজিক মালিকানাধীন মৌজাভূমি বলে জানা গেছে।

স্থানীয় সুত্র জানায়, মারিশ্যা বিজিবি জোনের নিয়ন্ত্রণাধীন কজইছড়ি বিজিবি ক্যাম্প থেকে ক্যাপ্টেন ইকবাল এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য এই নতুন ক্যাম্প স্থাপনের কাজ শুরু করে।

এসময় বিজিবি সদস্যরা গ্রামবাসীদের কাউকে কিছু না বলে উক্ত জায়গায় জঙ্গল পরিষ্কার এবং ক্যাম্প নির্মাণের সরঞ্জাম জড়ো করে।

যাওয়ার সময় বিজিবি সদস্যরা সেই জায়গায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সেখানে একটি সাইনবোর্ডও স্থাপন করে যায়।

সাইনবোর্ডে তারা ‘বিজিবি অস্থায়ী ক্যাম্প সংরক্ষিত এলাকা (সকল প্রকার স্থাপনা তৈরী, মাটি কাটা, দখল এবং চলাচল নিষেধ)’ বলে নির্দেশ জারি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, সেনাবাহিনী ও বিজিবি প্রায়ই এভাবে গায়ের জোরে, বেআইনিভাবে এবং জনগণের কোনো প্রকার সম্মতি ব্যতিরেকে ক্যাম্প স্থাপনের নামে জুম্মদের ব্যক্তি মালিকানাধীন ও সামাজিক মালিকানাধীন ভূমি বেদখল করে চলেছে।

More From Author