বরকলে সেটেলার বাঙালি কর্তৃক জুম্মদের ধান্য জমি বেদখলের চেষ্টা

হিল ভয়েস, ৩ জানুয়ারি ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে সেটেলার বাঙালিরা দলবেধে জুম্মদের ধান্য জমিতে ধান লাগিয়ে জমি বেদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (২৯ ডিসেম্বর) বরকল উপজেলার ৪নং ভূষণছড়া ইউনিয়নের গরুছড়া গ্রামে আনুমানিক সকাল ১১ টার সময় ১৪/১৫ জনের একদল সেটেলার বাঙালি জুম্মদের রোপণ করা ধান তুলে দিয়ে সেখানে তারা ধান রোপণ শুরু করে। এসময় জমির মালিক ও এলাকাবাসীরা বাধা দিতে গেলে তাদের মারতে সেটেলার বাঙালিরা তেড়ে আছে। এক পর্যায়ে সেটেলার বাঙালিরা চলে যায়।

জমির মালিকগণ হলেন- ১. মহারানী চাকমা (৫০), স্বামী- মৃত সুন্দর মনি চাকমা, তার জমির পরিমাণ- ১.৫ একর; ২. দয়া ধন চাকমা (৩৬), পীং- মৃত বিজয় মনি চাকমা, তার জমির পরিমাণ- ১ একর; ৩. লক্ষ্মী বাবু চাকমা (২৮), পীং- মৃত বিজয় মনি চাকমা, তার জমির পরিমাণ- ১ একর।

উল্লেখ্য, এই জমি এর আগেও সেটেলার বাঙালিরা বেদখলের চেষ্টা করে বলে জানা যায়। তৎপরিপ্রেক্ষিতে ২০০৭ সালে উত্তম কুমার কার্বারি বাদী হয়ে রাঙ্গামাটি জেলা জজ আদলতে মামলা দায়ের করেন এবং ২০১৬ সালে আদালত বাদী পক্ষের দিকে মামলার রায় দেন। তারপরেও সেটেলার বাঙালিরা আদালতের রায় অমান্য করে পুনরায় দলবল নিয়ে উক্ত জায়গাটি দখলের চেষ্টা করছে।

বেদখলের চেষ্টাকারী সেটেলার বাঙালিরা হল-

১. খলিল ( ৫০), পীং- পনু মিয়া, ২. পনু মিয়া ( ৮০), পীং- জনাব আলি , ৩. কামাল ( ২৭), পীং- খলিল, ৪. সোহাগ (৩২), পীং- সবুর তালুকদার, ৫. হাবিবুর ( ৪৫), পীং- অজ্ঞাত, ৬. দুখু মিয়া ( ৩০), পীং- আকরাম ফকির, ৭. রাজু ( ৩০), পীং- অজ্ঞাত, ৮. ফরিদ ( ৩০), পীং- মিহির উদ্দিন, ৯. সবুজ (৩০), পীং- অজ্ঞাত, ১০. গোলাম রসুল (৩০), পীং- মিজান, ১১. কামরুল (৩৫), পীং- অজ্ঞাত, ১২. সুমন (৩৫) পীং- অজ্ঞাত, ১৩. সাকু ( ২৮), পীং- অজ্ঞাত, ১৪. আরিফ (২২), পীং- আকবর, ১৫. শাহিন (২৫), পীং – অজ্ঞাত। তাদের সকলের বাড়ি ভূষণছড়া ইউনিয়নের গরুছড়া সেটেলার বসতি এলাকায়।

More From Author