হিল ভয়েস, ১২ জানুয়ারি ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় কর্ণফুলী নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বহনকারী একটি বড় লঞ্চের ধাক্কায় ইঞ্জিন চালিত ছোট একটি ট্রলারে থাকা ১২ বছরের এক জুম্ম শিশু ডুবে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী শিশুটির পরিচয়- উত্তরা চাকমা (১২), পীং-বিদ্যা সাধন চাকমা, গ্রাম-ঠেগা কালাপুনাছড়া, ৭নং ওয়ার্ড, ৩নং আইমাছড়া ইউনিয়ন, বরকল।
আজ (১২ জানুয়ারি ২০২৪) সকাল ১০:৪৫ টার দিকে বরকল উপজেলা সদরের সামান্য উজানে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাঙ্গামাটি জেলা সদর থেকে আসা মোঃ ইউসুফ আলী কোম্পানির এস এম আল হোসেন নামক লঞ্চটি বরকলের ছোট হরিণার ১২ বিজিবি জোনের বিজিবি সদস্যদের একটি দলকে বহন করছিল এবং ছোট হরিণার দিকে যাচ্ছিল। এসময় জগন্নাথ ছড়া নাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ছোট ট্রলারকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি নদীতে উল্টে গেলে ট্রলারে থাকা ১০ জুম্ম যাত্রীর সবাই নদীতে পড়ে যায়।
এসময় পড়ে যাওয়া ৯ জন যাত্রী সাঁতার কেটে তীরে পৌঁছে জীবন বাঁচালেও, ১২ বছর বয়সী উত্তরা চাকমা নিখোঁজ হয়ে যায়।
ঘটনা পর শিশুটিকে উদ্ধারের জন্য রাঙ্গামাটি থেকে ডুবুরি ও সরকারি ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে আসে বলে জানা যায়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বরকল থানার ওসি, ছোট হরিণা বিজিবি জোনের এডি জনাব মোঃ হাসান সহ অনেকেই ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানা যায়।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারীরা কিশোরীকে উদ্ধার করতে পারেনি বলে জানা যায়।