রাইখালীতে সেনাবাহিনী কর্তৃক এক জুম্ম গ্রামবাসীর বাড়ি ঘেরাও, তল্লাশি

হিল ভয়েস, ৩ ডিসেম্বর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে এক জুম্ম গ্রামবাসীর বাড়ি সেনাবাহিনী কর্তৃক ঘেরাও করে তল্লাশি ও বাড়ির যাবতীয় জিনিসপত্র তছনছ করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় কাপ্তাই ৫৬ বেঙ্গলের অধীন রাইখালী ইউনিয়নের নারানগিরি ১নং পাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোঃ আব্দুল কুদ্দুস-এর নেতৃত্বে ১৬/১৭ জনের একদল সেনাসদস্য ২নং রাইখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জগনাছড়ি পাড়ায় যায়।

সেখানে গিয়ে ঐ পাড়ার অংপ্রু মারমা (৪৩), পীং- মৃত মংহ্লাপ্রু মারমার বাড়ি ঘেরাও করে রাখে এবং ঘরের ভেতর ঢুকে ঘরের মূল্যবান জিনিসপত্র তছনছ করে দেয়। এই সময় অংপ্রু মারমা বাড়িতে ছিলেন না।

অংপ্রু মারমাকে না পেয়ে সেনাসদস্যরা তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দেয়। পরে তার মাকে জোর করে ছবি তুলে নিয়ে যায় সেনাসদস্যরা।

বর্তমানে উক্ত পরিবার এবং এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানা যায়।

More From Author