হিল ভয়েস, ২৯ ডিসেম্বর ২০২৩, বিলাইছড়ি: রাঙ্গামাটির জেলাধীন বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক টহল অভিযান চালানোর অভিযোগ পাওয়া যায়। এই সময় অন্তত ৪ জুম্ম গ্রামবাসীর বাড়িতে তল্লাসী চালিয়েছে বলে খবর পাওয়া যায়। এনিয়ে জনমনে ব্যাপক ভয় ও আতঙ্ক বিরাজ করছে।
তল্লাসীর শিকার গ্রামবাসীরা হল- ১. কিনাধন চাকমা (৩৫), পীং- পূর্ণ লাল চাকমা,২. পূর্ণ লাল চাকমা, পীং- অজ্ঞাত, ৩. দয়ালাল চাকমা (৬৫), পীং- মৃত রুপধন চাকমা, ৪. নাকস চাকমা(৫০), পীং- নীল মোহন চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ ডিসেম্বর) রাঙ্গামাটির বিলাইছড়ি জোনের ৩২ বীর এর জৈনক ক্যাপ্টেনের নেতৃত্বে ৩০ জনের একটি সেনাদল ২নং কেংড়াছড়ি ইউনিয়নের বেগেনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে অবস্থান নেয়।
সেখান থেকে পরদিন বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাড়াইছড়ির ভারত্বছড়া গ্রামে উল্লিখিত ৪ জুম্ম গ্রামবাসীর বাড়িতে ব্যাপক তল্লাসী চালায়।
জানা যায়, এর আগেও সেনাবাহিনী উল্লিখিত ব্যাক্তিদের বাড়িতে তল্লাসী চালায়। পুনরায় তল্লাসীর ঘটনায় এলাকাবাসী সহ উল্লিখিত ব্যাক্তিরা ভয় ও আতঙ্কে দিনযাপন করছে বলে জানা যায়।