হিল ভয়েস, ১৩ ডিসেম্বর ২০২৩, বিলাইছড়ি : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার নারাইছড়ি গ্রামে সেনাবাহিনী কর্তৃক ৩ জুম্ম গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাসী ও এলাকাবাসীকে হুমকি প্রদানের খবর পাওয়া গেছে।
তল্লাসীর শিকার গ্রামবাসীরা হলেন- ১. দয়া লাল চাকমা (৬০), পীং- রূপধন চাকমা, ২. নাকশ চাকমা (৫৫), পীং- হজক পেদা চাকমা, ৩. রবিধন চাকমা (৫২), পীং- অজ্ঞাত। তারা সবাই নারাইছড়ি গ্রামের গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (১৩ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকার সময় রাঙ্গামাটি বিলাইছড়ি জোনের আওতাধীন মেরাংছড়া ক্যাম্প হতে সুবেদার করিমের নেতৃত্বে ২৫/২৬ জনের একটি সেনাদল ২ নং কেঙরাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নারাইছড়ি গ্রামে টহল অভিযান চালায়। সেসময় তারা উল্লিখিত ৩ নিরীহ গ্রামবাসীর বাড়িতে তল্লাসী চালিয়ে বাড়ির আসবাবপত্র তছনছ করে দেয়। এছাড়াও, সন্ত্রাসীরা কোথায় থাকে, কখন আসে? ইত্যাদি হয়রানিমূলক কথাবার্তা বলে এবং নানাভাবে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
নাম প্রকাশ না করার শর্তে এক গ্রামবাসী বলেন, সেনাসদস্যরা এই বলে হুমকি দেন যে যদি জেএসএস প্রার্থীকে ভোট না দিয়ে নৌকা মার্কায় ভোট দেন তারা তাহলে এলাকায় কিছু করবে না। আর যদি তারা জেএসএসকে ভোট দেয় তাহলে এলাকায় কেউ থাকতে পারবে না বলে হুমকি দিয়ে যায় সেনাসদস্যরা। এ নিয়ে এলাকাবাসীদের মনে আতঙ্ক ও ভয় সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এরপর নারাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদিন অবস্থান করে দুপুরের খাবার খাওয়ার পর বিকাল ৪ টার দিকে ক্যাম্পে ফিরে যায় সেনাসদস্যরা।