হিল ভয়েস, ১৬ ডিসেম্বর ২০২৩, বান্দরবান : বান্দরবানের রুমা-রোয়াংছড়ি সড়কে বাইক ও গাড়ি আটকিয়ে কেএনএফ সন্ত্রাসীদের জোরপূর্বক চাঁদা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও, ১ জনকে মারধর, হাঁস-মুরগী ছিনতাই ও ১টি গ্রামের পাড়াবাসীদের ২ দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখার খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯.৩০ থেকে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত রুমা-রোয়াংছড়ি সড়কের অবিচলিত পাড়া ও দুর্নিবার পাড়ার মাঝখানে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীরা দুটি বাইক আটকিয়ে বাইক প্রতি ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা চাঁদা ছিনিয়ে নেয়।
একই স্থানে বিকাল ৩.৩০ ঘটিকার সময়ে রোয়াংছড়িতে থেকে রুমায় ফেরার পথে ২টি জীপ গাড়ি আটকিয়ে গাড়ি প্রতি ৩০০০ টাক করে মোট ৬০০০ টাকা জোরপূর্বক কেড়ে নেয়।
এদিকে, গত ১৩ ডিসেম্বর দুপুর ১২:০৫ ঘটিকায় ক্যাকলুংখ্যং পাড়ার শৈথোয়াইখই মারমার ছেলে ছোসিংমং মারমা পার্শ্ববর্তী ফরোয়া পাড়ায় গেলে সেখানে আগে থেকে অবস্থানরত কেএনএফ সন্ত্রাসীদের কর্তৃক বেদম মারধরের শিকার হয়। জানা যায়, এসময় কেএনএফ সন্ত্রাসীরা ছোসিংমং মারমাকে উদ্দেশ্য করে বলে,”ক্যাকলুংখ্যং পাড়ার লোক এই পাড়ায় কেন!”। তারপর কোনো কথাবার্তা ছাড়াই বাঁশ দিয়ে তাকে বেদম প্রহার করা হয়।
অন্যদিকে, ফরোয়া পাড়ার সকল পাড়াবাসীকে নিজ ঘরের উঠানে বের করে দিয়ে ঘরের সকল জিনিসপত্র তছনছ করে দেয় কেএনএফ সন্ত্রাসীরা এবং ১০-১২ কেজি ওজনের হাঁস-মুরগীসহ ১টি গৃহপালিত কুকুর জোরপূর্বক নিয়ে যায়। এসময় কেএনএফ সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে ,”কোন মিডিয়া, নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে জানালে এর পরিণাম খুব ভয়াবহ হবে”।
এছাড়াও, ১৩ ও ১৪ ডিসেম্বর ২ দিন ফরোয়া পাড়ার পাড়াবাসীদেরকে কেএনএফ সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রাখে বলে খবর পাওয়া গেছে।