হিল ভয়েস, ১২ ডিসেম্বর ২০২৩, জুরাছড়ি : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার পানছড়ি মুখ গ্রামে সেনাবাহিনী কর্তৃক নিরীহ গ্রামবাসীদের তাদের নিজ বাড়িতে গিয়ে খোঁজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৯ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে জুরাছড়ি উপজেলাধীন বনযোগীছড়া জোনের অধীনে শিলছড়ি সেনা ক্যম্প হতে নায়েক সুবেদার মোহাম্মদ তোহিদ এর নেতৃত্বে ৩নং মৈদং ইউনিয়নের পানছড়ি মুখ গ্রামে ৫ জন ব্যক্তির নাম উল্লেখ করে এবং তাদের নিজ বসত বাড়িতে গিয়ে খোঁজ করেছে বলে খবর পাওয়া গেছে।
সেনাবাহিনী কর্তৃক যাদের খোঁজ করা হয়েছে তারা হল-
১. চঞ্চল কুমার চাকমা, পীং- মৃত বিঝুমনি চাকমা(৫০)।
২.দয়াময় চাকমা (লাম্বা), পীং- মৃত ব্রজমোহন চাকমা (৫৫)।
৩.সুনীল জীবন চাকমা, পীং- মৃত সুরক্ষর চাকমা (৪০)।
৪.লক্ষ্মী কুমার চাকমা, পীং- মৃত কালা চোখ্যা চাকমা (৫৫)।
৫. চিন্তা মুনি চাকমা, পীং- অজ্ঞাত।
সেনাবাহিনীর জনৈক নায়েক সুবেদার উল্লেখিত ব্যক্তিদের বাড়িতে গিয়ে কেন খোঁজ করেছিল তা বিস্তারিত জানা যায়নি। তবে তারা সেই সময়ে কেউ বাড়িতে ছিলেন না বলে জানা যায়।