হিল ভয়েস, ২৪ ডিসেম্বর ২০২৩, জুরাছড়ি: রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের শালবাগান গ্রামে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় ৫ জুম্ম পরিবারকে নিজ বসত বাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে হেলিপ্যাড নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলাধীন ৪নং দুমদুম্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রত্যন্ত একটি গ্রাম শালবাগান। এই গ্রামের পাশেই রয়েছে সেগুন বাগান আর্মি ক্যাম্প। ক্যাম্পটি ৩২ বীর দীঘলছড়ি জোন, বিলাইছড়ি, রাঙামাটির অধীন। সেই আর্মি ক্যাম্পের জন্য একটি হেলিপ্যাড নির্মাণের জন্য নির্ধারিত স্থান থেকে অন্তত ৫ জুম্ম পরিবারকে উঠে যেতে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।
গত ২৩ ডিসেম্বর সরেজমিন গিয়ে দেখা যায়, ১টি ঘর ভাঙা হয়েছে এবং বাকি ঘরগুলোও যত দ্রুত সম্ভব ভেঙে সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী থেকে নামমাত্র ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা দেওয়া আশ্বাস দিলেও ভুক্তভোগী পরিবারগুলো সেই টাকাগুলোও পাওয়ার কোন আশা দেখেন না বলে জানান।
ভুক্তভোগী পরিবাগুলো হল- ১. বুদ্ধলিলা চাকমা, পীং- অজ্ঞাত, ২.পানদুগুলো চাকমা, পীং- বুদ্ধলীলা চাকমা, ৩. লেঙপেদা চাকমা, পীং- বুদ্ধলীলা চাকমা , ৪. প্রকধন চাকমা, পীং- অজ্ঞাত, ৫. সেবক চাকমা, পীং- নাগা চাকমা। তাদের সকলের বাড়ি ৪নং দুমদুম্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শালবাগান গ্রামে।