হিল ভয়েস, ২৮ নভেম্বর ২০২৩, বিশেষ প্রতিবেদন: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক ২ জন ও বান্দরবানের রুমা উপজেলায় কেএনএফ সন্ত্রাসী কর্তৃক ২ জনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার অন্তর্গত ক্যায়াংঘাট ইউনিয়নের দাঁতকুপ্যা থেকে গত ২৪ নভেম্বর সকাল আনুমানিক ৭টার সময় সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসী উৎপল চাকমার নেতৃত্বে ৭ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী মুকুল বিকাশ চাকমার (৪০), পীং- মৃত মোনিনী মোহন চাকমার বাড়িতে হানা দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এরপর একই দিন রাত ৮টার সময় সন্ত্রাসীরা একই গ্রামের অনিল চাকমা (৫৫), পীং- অজ্ঞাত বাড়িতে হানা দিয়ে তাকে ঘুম থেকে তুলে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। তারা উভয়েই ক্যায়াংঘাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দাঁতকুপ্যা গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, গত ২৪ নভেম্বর ২০২৩ রাত আনুমানিক ৯.১৫ দিকে বান্দরবান জেলার রুমা উপজেলার ১১ কিলো শৈরাতং পাড়া থেকে কেএনএফের অস্ত্রধারী সন্ত্রাসীরা ক্যসামং মারমা ও উচসিং মারমা নামে দুইজনকে প্রংফু পাড়ার দিকে অপহরণ করে নিয়ে যায়।
পরে, অমানষিকভাবে মারধর করার পর একই দিন রাত ১০টার দিকে তাদেরকে কেএনএফ সন্ত্রাসীরা ছেড়ে দেয় বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়।