রাঙ্গামাটিতে সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশী ও টহল অভিযান

হিল ভয়েস, ২৮ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার নান্যাচর ও রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ও বালুখালী ইউনিয়নে সেনাবাহিনী হয়রানিমূলক বাড়ি তল্লাশী ও টহল অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল (২৭ নভেম্বর) রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মানিকছড়ি সেনাজোন ও রাঙ্গামাটি সদর সেনাজোন হতে জনৈক ক্যাপ্টেন এর নেতৃত্বে দুপুর ১২টার দিকে আনুমানিক ৩০/৩৫ জনের একটি সেনাদল দেপ্পোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে অবস্থান করে।

পরে সেখান থেকে বের হয়ে নভাঙা গ্রামে যায়। সেখানে গিয়ে আশাময় চাকমা (৩৮), পীং- নির্মল কান্তি চাকমা, লক্ষ্মীময় চাকমা (৩৭), পীং- তিলক চন্দ্র চাকমা, জ্যোতি ময় চাকমা (৫০), পীং- তিলক চন্দ্র চাকমা, জ্ঞান ময় চাকমা (৪০), পীং- তিলক চন্দ্র চাকমা, নিরুময় চাকমা (৪২), পীং- চাভরবো চাকমার বাড়িতে কোনো কিছু না বলে হয়রানিমূলক তল্লাশী চালায়।

এরপর, সেখানে তল্লাশী অভিযান শেষ হলে সেনাদলটি পাশের দেপ্পোছড়ি গ্রামে হানা দেয়। সেখানে সুনীল চাকমা (৫০), পীং- সৌভাগ্য কুমার চাকমা, বীর চাকমা (৪০), পীং- অজ্ঞাত ও আরাঙা চাকমা (৪৩), পীং- প্রিয় লাল চাকমা এবং মরংছড়ি গ্রামের তাজল চাকমা, পীং- সুমতি রঞ্জন চাকমার বাড়িতে একইভাবে তল্লাশী চালায় বলে জানা যায়।

এদিকে গত ২৬ নভেম্বর ২০২৩ রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের পাংখোয়া পাড়া সেনা ক্যাম্প হতে জনৈক সুবেদার এর নেতৃত্বে ১৬ জনের একটি সেনাদল তল্পিতল্পা সহ বিকাল ৩ টার দিকে লক্ষন্যা পাড়ার গিয়ে আশে পাশের জায়গায় টহল অভিযান চালিয়ে ভিজাহিজিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে রাত্রে অবস্থান করার পরদিন গতকাল (২৭ নভেম্বর) ৩টার দিকে ক্যাম্পে ফিরে যায় বলে জানা যায়।

More From Author