হিল ভয়েস, ১৫ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি : রাঙ্গামাটি সদর উপজেলার ২ নং মগবান ইউনিয়নের রন্যাছড়ি পাড়ার লাল মোহন কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত সেন গুপ্ত কর্তৃক পাহাড়ি শিশু শিক্ষার্থীদের নানাভাবে বিভিন্ন গোপন জায়গায় স্পর্শ করে যৌন হয়রানি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনার ফলে শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনিহা প্রকাশ করছে।
জানা যায়, ঐ শিক্ষক দীর্ঘদিন যাবৎ নানাভাবে মেয়েশিশু শিক্ষার্থীদের স্পর্শকাতর স্থানে নানা অজুহাত দেখিয়ে হাত দেওয়ার চেষ্টা করে। বিষয়টি যাতে জানাজানি না হয় সেজন্য তাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার ভয় ও হুমকি দেয়। ঘটনার একপর্যায়ে শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করলে বিষয়টি অভিভাকদের নজরে আছে এবং পরে তা শিশু শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টির সত্যটা পাওয়া যায়।
পরবতীর্তে সেখানকার স্থানীয় এলাকাবাসী ও অবিভাবকগণ বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করতে চাইলে শিক্ষকগণ তাদের সাথে আলোচনা করতে নারাজি জানায় এবং তাদেরকে হুমকি দেয়।
এক পযার্য়ে গত ১০ আগস্ট ২০২৩ ইং তারিখ ১১২ জন অভিভাবক ও এলাকাবাসীর যৌথ স্বাক্ষরের মাধ্যমে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বরাবর উক্ত ঘটনার উল্লেখ করে একটি আবেদনপত্র দাখিল করা হয়। পরে ৩০ আগস্ট ২০২৩ জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে অফিসারগণ সরেজমিনে উক্ত বিদ্যালয়ে তদন্তের জন্য আসেন। তদন্তের ফলাফল পরবতীর্তে জানানো হবে বলে অফিসারগণ সেখান থেকে চলে যান।
কিন্তু বিগত আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে কোনো তদন্ত রিপোর্ট প্রদান করা হয়নি। যার ফলে এলাকাবাসী ও অবিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, উক্ত সহকারী শিক্ষক সুব্রত সেন গুপ্ত স্থানীয় আওয়ামীলীগ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে।