হিল ভয়েস, ১২ নভেম্বর ২০২৩, কাপ্তাই : রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখপাড়া এলাকায় অবস্থিত পাহাড়ী ছাত্রাবাস থেকে সেনাবাহিনীর জনৈক কমান্ডার কর্তৃক ছাত্রদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ছাত্রাবাসটি বর্তমানে বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতমাসের ১ অক্টোবর ২০২৩ ইং কাপ্তাই ৫৬ বেঙ্গল জোন অধীন রাইখালী নারানগিরি ১নং পাড়ায় অবস্থিত সেনা ক্যাম্পের কমান্ডার লে: কুদ্দুস এর নির্দেশে রাইখালী নারানগিরি মূখে অবস্থিত পাহাড়ী ছাত্রাবাসে ২০/২৫ জন পাহাড়ী ছাত্রদেরকে তাড়িয়ে দিয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ৩২৯নং রাইখালী মৌজার হেডম্যান বাবু ইসুইসয়ে (মিশুক) চৌধুরী সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এলাকার দুর্গম অঞ্চল থেকে আসা অনেক পাহাড়ী ছাত্র সেখানে অবস্থান করে এসএসসি, এইচএসসি ও ডিগ্রীতে পড়ালেখা করে বিভিন্ন স্কুল-কলেজে। হঠাৎ ক্যাম্প কমান্ডার থেকে নির্দেশ আসে যে, উক্ত ছাত্রাবাসে কেউ থাকতে পারবে না। ছাত্রাবাস ফটকে তালা ঝুলিয়ে বন্ধ করতে হবে। ক্যাম্প কমান্ডারের অভিযোগ হল ছাত্রাবাসে থাকা ছাত্ররা নাকি সন্ত্রাসীদেরকে নানাভাবে খবর পাঠায়।
তিনি অভিমত ব্যক্ত করে বলেন, প্রকৃত অর্থে এটা হচ্ছে নিষ্পাপ ছাত্রদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করার এক অপকৌশল। সেনাবহিনীর এই নিষ্পাপ ছাত্রদের শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে এলাকার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং এলাকাবাসীর শান্তির স্বার্থে অবিলম্বে ক্যাম্পটি প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।