হিল ভয়েস, ১১ নভেম্বর ২০২৩, বিলাইছড়ি : গতকাল ১০ নভেম্বর বিলাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিলাইছড়ি শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত প্রথম সংসদ সদস্য, জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত, মহান বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪০তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস পালিত হয়।
গতকাল সকাল ৭:০০ ঘটিকায় জমায়েত ও কালোব্যাজ ধারণ, সকাল ৭:৩০ ঘটিকায় আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের আন্দোলনে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুশৃঙ্খলভাবে পুষ্পমাল্য ও শ্রদ্ধার্ঘ অর্পণ, সকাল ৮:০০ ঘটিকায় শোক প্রস্তাব পাঠ ও সকল শহীদদের স্মরণে ২ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিলাইছড়ি শাখার প্রতিনিধি উত্তম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগমন তঞ্চঙ্গ্যা এবং আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন গ্রাম কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার নীতি-আদর্শের মূল ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন আরো জোরদার গতিতে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
সন্ধ্যায় প্রয়াত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাসহ আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের আন্দোলনে সকল শহীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন করা হয়।