হিল ভয়েস, ১৫ নভেম্বর ২০২৩, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়য়ের দক্ষিণ খাগড়াছড়ি গ্রামে ২জন জুম্মর নিজস্ব ব্যবহারিকের জন্য রাখা কাঠ ও মন্দিরের কাঠ জব্দ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া জুম্মদের স্থাপিত দুটি করাত কলও বন্ধ করে দিয়ে যায়।
ভুক্তভোগী ব্যাক্তিরা হল- উমচরণ চাকমা (৭০), পীং- মৃত সুবল চন্দ্র চাকমা, ঠিকানা- উত্তর সারোয়াতলী, পুলিন চাকমা (৫৫),পীং- তেজেন্দ্র চাকমা, ঠিকানা- ঐ ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১ ঘটিকায় রাঙ্গামাটি থেকে যৌথ বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা বাঘাইছড়ি সারোয়াতলী গ্রামে হানা দিয়ে জুম্মদের স্থাপিত দুটি করাত কল ও কয়েক শত লক সেগুন, গামার ও বিভিন্ন জাতের কাঠ জব্দ করে নিয়ে যায়। এই কাঠগুলো ২ জন জুম্ম ও মন্দিরের নিজস্ব ব্যাবহারের কাঠ।
এই সময় চট্টগ্রাম বন বিভাগের এসিএফ, রাঙ্গামাটি পার্বত্য জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট, রাঙ্গামাটির ডিজিএফআই প্রতিনিধি, ৩৭বিজিবি, রাজনগর জোনের এডি মোঃ হাফিজুর রহমান, পুলিশ, আনসার ও ভিডিপি’র সদস্যদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয় বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়।