পার্বত্য চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচি

হিল ভয়েস, ৩০ নভেম্বর ২০২৩, বিশেষ প্রতিবেদক: আগামী ২রা ডিসেম্বর ২০২৩ ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জনসংহতি সমিতি ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু সরকার চুক্তির অধিকাংশ ও মৌলিক বিষয়সমূহ বাস্তবায়ন করেনি। এমনকি সরকার চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী নানা কার্যক্রম ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে জনসংহতি সমিতির অভিযোগ রয়েছে।

এইবার জনসংহতি সমিতি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের উদ্যোগে সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে এই দিনটি উপলক্ষে গণসমাবেশ, আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ঢাকা:

পার্বত্য চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের যৌথ উদ্যোগে ২ ডিসেম্বর ২০২৩, শনিবার, সকাল ১০.১৫ ঘটিকায় ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং পাহাড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ারপার্সন এ্যাডভোকেট সুলতানা কামাল, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হেসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. স্নিগ্ধা রেজওয়ানা প্রমূখ। এছাড়া এতে স্বাগত বক্তব্য রাখবেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জলিমং মারমা এবং ছাত্র ও যুব প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা। এছাড়াও আলোচনা সভায় রাজনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম:

চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন কমিটি’র’ উদ্যোগে ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার দুপুর ২:০০ ঘটিকায় চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গনে আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

“জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব, সমাজ ও সংস্কৃতির বিকাশ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে” শ্লোগান নিয়ে বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক তাপস হোড় এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রাণা দাশগুপ্ত।

এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, মানবাধিকার কর্মী, আইনজীবী, ছাত্র ও ‍সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি জানাবেন।

রাঙ্গামাটি সদর:

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে জুম্ম জনগণ তথা পার্বত্যবাসীদের ন্যায্য অধিকারের সনদ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে “জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ করুন, সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন” স্লোগান নিয়ে আগামী ২ ডিসেম্বর ২০২৩, শনিবার, রাঙ্গামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে সকাল ৯ ঘটিকায় জমায়েত ও গণসঙ্গীত এবং সকাল ১০ ঘটিকায় গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

উক্ত গণসমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ডা: গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি, ঊষাতন তালুকদার। এছাড়াও বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাঘাইছড়ি:

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় “বাঘাইছড়ি উপজেলাবাসীর উদ্যোগে” পার্বত্য চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী ২রা ডিসেম্বর ২০২৩, শনিবার, সকল ৯ ঘটিকায় জমায়েত ও গণসঙ্গীত এবং সকাল ১০ ঘটিকায় গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

গণসমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ির ৩২নং ইউনিয়ন কমিটির সভাপতি অলিভ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সুমন মারমা, কেন্দ্রীয় সদস্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিজয় কেতন চাকমা, সভাপতি, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন।

এছাড়াও, বক্তব্য রাখবেন জিকো চাকমা, সভাপতি, পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখা ও পিয়েল চাকমা, সভাপতি, পাহাড়ী ছাত্র পরিষদ, বাঘাইছড়ি উপজেলা শাখা।

জুরাছড়ি:

জুরাছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে “জুরাছড়ি এলাকাবাসীর উদ্যোগে” আগামী ২ ডিসেম্বর ২০২৩, শনিবারে এক সমাবেশের আয়োজন করা হয়েছে।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন নীল চন্দ্র চাকমা, সদস্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জুরাছড়ি থানা শাখা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুমিত চাকমা, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জুরাছড়ি থানা শাখা। এছাড়া এতে উপস্থিত থাকবেন বিভিন্ন গ্রাম শাখার সভাপতি ও কার্বারীগণ।

এছাড়াও রাঙ্গামাটি জেলার লংগদু, বরকল ও বিলাইছড়ি উপজেলার একাধিক স্থানে দিনটি উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বান্দরবান জেলা:

বান্দরবান জেলার চিম্বুক এলাকায় এলাকাবাসীর উদ্যোগে দু’টি এলাকায় ২ ডিসেম্বর ২০২৩ সকাল বেলায় আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

ত্রিপুরায় আলোচনা সভা:

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ২ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:৩০ ঘটিকায় “ক্যাম্পেইন ফর হিউমিনিটি প্রোটেকশন”-এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইন ফর হিউমিনিটি প্রোটেনশনের সভাপতি নিরঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বক্তব্য রাখবেন ত্রিপুরার বিশিষ্ট মানবাধিকার কর্মী ও নাগরিকবৃন্দ।

এছাড়াও “দ্যা জুম্ম টাইমস” এর উদ্যোগে ত্রিপুরার পেচারথলে পার্বত্য চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে ২ ডিসেম্বর ২০২৩ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

More From Author