হিল ভয়েস, ৩ নভম্বের ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া জোনের অর্ন্তগত লুলংছড়ি আর্মি ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার রবিউলের নেতৃত্বে ১৬ জনের এক সেনাদল ২ নভেম্বর ২০২৩ জুরাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুজু আদাম টহল অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৩ ও ৪ নভেম্বর ২০২৩ তারিখে সুবলং শাখা বনবিহারের কঠিন চীবরদান অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি কয়েকজন আওয়ামীলীগের নেতাসহ উক্ত অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আসার কথা রয়েছে। এলাকাবাসীর ধারণা, উক্ত প্রচারণায় নিরাপত্তা বিধান এবং সেনাবাহিনীর উপস্থিতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জুম্মদের প্রভাবিত করতে সেনাবাহিনীর এ তৎপরতা।
আরো জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮ ঘটিকায় বিলাইছড়ি উপজেলার মেরাংছড়া সেনা ক্যাম্পের (৩২ বীর) সুবেদার করিম এর নেতৃত্বে ১৫ জনের একটি সেনাদল এবং জুরাছড়ির শীলছড়ি সেনা ক্যাম্প হতে জৈনিক এক সুবেদারের নেতৃত্বে বটতলীর (শীলবাচ্যে মৌন) অভিমুখে একত্রিত হয়ে টহল অভিযান চালায়।
সেনাবাহিনীর এ ধরণের অভিয়ানের ফলে এলাকায় চরম আতংক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবীন ব্যক্তি বলেন যে, কোন দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সেনাবাহিনীর কাজ নয়। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী উদ্দেশ্যমূলকভাবে জুম্ম গ্রামগুলো ত্রাস সৃষ্টি করে চলেছে।