হিল ভয়েস, ২৬ অক্টোবর ২০২৩, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে মো: মাসুম (২৫), পীং-মো: রফিজ উদ্দিন নামের এক সেটেলার বাঙালি কর্তৃক নবম শ্রেণিতে পড়ুয়া এক জুম্ম স্কুল ছাত্রী (১৫) ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণের চেষ্টাকারী মো: মাসুমের বাড়ি লংগদুর গুলশাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত রহমতপুর নামক সেটেলার এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৫ অক্টোবর ২০২৩ দুপুর আনুমানিক ১২.৩০টার দিকে মো: মাসুম নামের ওই সেটেলার বাঙালি গুলাশাখালী ইউনিয়নের জুম্ম অধ্যুষিত রাঙ্গীপাড়া গ্রামে গরুর ঘাস কাটতে যায়। সেখান থেকে ফেরার সময় এক জুম্ম গ্রামবাসীর বাড়িতে উঠে পানি খেতে চায়। এই সময় সেই বাড়িতে একা থাকা নবম শ্রেণির ছাত্রীকে পেয়ে মো: মাসুম যৌন হয়রানিমূলক ও অশালীন কথাবার্তা বলতে শুরু করে। এক পর্যায়ে মো: মাসুম শিক্ষার্থীর গালে ও বুকে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে ওই শিক্ষার্থী চিৎকার করলে পাশের বাড়িতে থাকা এক কিশোর দৌঁড়ে এসে তাকে সহযোগিতা করে এবং মানুষ ডাকতে থাকলে ধর্ষণের চেষ্টাকারী সেটেলার বাঙালিটি দ্রুত পালিয়ে যায়।
পরে বিষয়টি গ্রামের মধ্যে জানাজানি হলে সন্ধ্যার দিকে স্থানীয় দুইজন মুরুব্বীসহ ধর্ষণের চেষ্ঠাকারীর মা জুম্ম শিক্ষার্থীর অভিভাবকদের বাড়িতে এসে ছেলের পক্ষ হয়ে মাফ চায় এবং বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ জানায়।
এবিষয়ে আজ ২৬ অক্টোবর সকাল ১১টার দিকে উভয় পক্ষের অভিভাবক, স্থানীয় মুরুব্বী এবং ওয়ার্ড মেম্বারসহ রাঙ্গীপাড়া গ্রামে এক আলোচনা সভা করা হয়। এতে শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে ওয়ার্ড মেম্বার মোঃ হেলাল উদ্দিনের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীর কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে তারা দায়ী থাকবেন বলে ছেলে ও ছেলের পক্ষের অভিভাবকদের অঙ্গীকার নামা নিয়ে সমাধান করা হয় বলে স্থানীয়রা জানান।