হিল ভয়েস, ৩০ অক্টোবর ২০২৩, রাঙ্গামাটি: আজ ৩০ অক্টোবর ২০২৩ বিকাল ৩ ঘটিকায় খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড়ি নারী ধর্ষণ ও লংগদুতে স্কুল পড়ুয়া পাহাড়ি ছাত্রী ধর্ষণের চেষ্টাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে ডিসি অফিস প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হিল উইমেন্স ফেডারেশন, ঢাকা মহানগর কমিটির সভাপতি চন্দ্রিকা চাকমার সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ম্রানুচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি বক্তব্য রাখেন আইনজীবী এডভোকেট জুয়েল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন, রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক চারুলতা তঞ্চঙ্গ্যা।
সংহতি বক্তব্যে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীর উপর যৌন সহিংসতার ঘটনা নতুন নয়। ঘটনার পর দোষীদের শাস্তি না দেওয়ার কারণে এসব ঘটনা ঘটে চলেছে। ঘটনার পর আসামীদের গ্রেফতার করা হলেও আইনের আওতায় তাদের যথাযথ শাস্তি প্রদান করা হয় না। ফলে অপরাধীরা বারংবার পার পেয়ে, একই ঘটনা পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটে না।
বক্তারা আরো বলেন, পার্বত্য সমস্যা সমাধানে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ার কারণে জুম্ম নারীর উপর যৌন সহিংসতার ঘটনা থামছে না। চুক্তি স্বাক্ষরের ২৬ বছর হতে চললেও সরকার চুক্তির মৌলিক বিষয় বাস্তবায়ন করছে না। চুক্তি বাস্তবায়নের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। আজ চুক্তি বাস্তবায়িত হলে জুম্ম নারীর উপর এহেন ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না।
বক্তারা অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নসহ লংগদুতে স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টাকারী মোহম্মদ মাসুমকে দ্রুত গ্রেফতার ও মানিকছড়ি ঘটনায় ধৃত তিন আসামীকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।