হিল ভয়েস, ১৪ সেপ্টেম্বর ২০২৩, রংপুর ও ময়মনসিংহ: আগামীকাল ১৫ সেপ্টেম্বর ২০২৩, সরকারি দলের বিগত ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১২ জেলা ও ২ মহানগরে সকাল-সন্ধ্যা( ১২ ঘন্টা ) গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, সরকারি দলের বিগত ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সমমনা ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের ঐক্যমোর্চাকে সমন্বিত করে দেশের সকল বিভাগের জেলা ও মহানগরসহ উপজেলা পর্যায়ে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালনের অংশ হিসেবে আগামীকাল ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার রংপুর বিভাগের রংপুর জেলা ও মহানগর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলা এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা ও মহানগর, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলায় আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ( ১২ ঘন্টা ) এই গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।
গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি চলাকালে স্থানীয় অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের নেতৃবৃন্দও এতে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর দাবি মেনে নিয়ে বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব বেশকিছু অঙ্গীকার করে। এগুলোর মধ্যে রয়েছে- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। কিন্তু আরেকটি জাতীয় নির্বাচন সমাগত হলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি।
এ কারণে সরকারি দলের প্রতিশ্রুতি পূরণের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিগত বছরগুলোতে ধারাবাহিক আন্দোলন করে আসছে। আন্দোলনের এই পর্যায়ে এসে সেপ্টেম্বর মাসের বিভিন্ন দিনে দেশের বিভিন্ন বিভাগের জেলা ও মহানগর পর্যায়ে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় পর্যায়ে আগামী ২২-২৩ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৮ ঘণ্টার গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী ৬ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।