হিল ভয়েস, ২২ সেপ্টেম্বর ২০২৩, আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকার লঙ্ঘন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, বেলা ২টায় কলকাতার ময়দানের ক্যাথেড্রাল রোডের ফাইন আর্টস একাডেমি ২ এর কনফারেন্স হলে ‘পার্বত্য চট্টগ্রামে ইসলামীকরণ বন্ধ কর’- শ্লোগানকে সামনে রেখে এই সম্মেলন শুরু হবে বলে আয়োজকদের সূত্রে খবর পাওয়া গেছে।
ক্যাম্পেইন অ্যাগেনস্ট অ্যাট্রোসিটিস অন মাইনরিটি ইন বাংলাদেশ (ক্যাম্ব) ও অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট এর যৌথ উদ্যোগে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্বের পক্ষে ড. মোহিত রায় এবং অল ইন্ডিয়া রেফিউজি ফ্রন্ট-এর পক্ষে শ্রী সুজিত সরকার সম্মেলনের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।
অপরদিকে, ভারতের পক্ষ থেকে ত্রিপুরা ও মেঘালয় এর সাবেক রাজ্যপাল তথাগত রায়, পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, জগন্নাথ সরকার এমপি, বার্ক এর প্রখ্যাত বিজ্ঞানী ড. জিষ্ণু বসু, সিএইচটি পিস ক্যাম্পেইন গ্রুপের করুণালংকার ভিক্ষু প্রমুখ যোগ দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৫ বছরেও তা বাস্তবায়িত না হওয়া এবং পার্বত্য চট্টগ্রামে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে অনেকে একে গুরুত্বের চোখে দেখছেন।
ক্যাম্ব এর পক্ষ থেকে অনুষ্ঠানের অন্যতম সমন্বয়ক ড. মোহিত রায় বলেন, আমরা দীর্ঘদিন ধরে ভারতে উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত ও বাংলাদেশের নিপীড়িত হিন্দু, বৌদ্ধদের পক্ষে রয়েছি। পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধরা আজ ধ্বংসের মুখে। ভারত থেকে আমাদের সামান্য সমর্থনও তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সভায় পার্বত্য চট্টগ্রামের নেতারা ও পশ্চিমবঙ্গের প্রকৃত আন্দোলনের নেতারা বক্তব্য রাখবেন। আমরা এই সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি হওয়ার পরবর্তীতে সেখানের বাসিন্দারা কী অবস্থার মধ্যে রয়েছেন তা তুলে ধরার চেষ্টা করবো।
আগামীকাল “হিল ভয়েস ফেসবুক পেইজ” থেকে সরাসরি সম্প্রসার করা হবে।