হিল ভয়েস, ১ সেপ্টেম্বর ২০২৩, বান্দরবান: বান্দরবান জেলা সদর ট্রাফিক মোড় এলাকায় পর্বত আবাসিক হোটেলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ রোহিঙ্গাকে আটক করেছে বলে জানা গেছে।গতকাল ৩১ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নূর আলম (৫০), জোহর (৩৫), হাফিজুর রহমান (২৮), নূর আলম (৩৭), হোসাইন ( ২২), ইউসুফ (২১), আরিফ (৩০), হাসান (২০), রুহুল আমিন (২২), সিদ্দিক ( ২১), আরাফাত (২০), সালাম (২৫), রিফান (১৬), হাকিম (৩০), আলিম উল্লাহ (২৬), আলম (৩০), জাফর হোসেন (২২), হোসেন আহমদ (৩৬), রশিদ উল্লাহ (১৬) ও আহমুদুল (৫২)। তারা সবাই কক্সবাজার উখিয়া থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ, সি, ও ই ব্লকের বাসিন্দা।
জানা গেছে, বান্দরবানের ফজল করিম মাঝি নামের এক ব্যক্তি ২০ রোহিঙ্গাকে কাজের কথা বলে পর্বত হোটেলে রাখেন। পরে পুলিশ হোটেল থেকে তাদের আটক করে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।