হিল ভয়েস, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ঢাকা: সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না হলে নির্বাচনে সংখ্যালঘুদের ক্ষোভের প্রভাব পড়বে বলে মত প্রকাশ করা হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন ও গণঅবস্থান এবং মহাসমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের মতবিনিময় সভায়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারসমূহ বাস্তবায়নের দাবিতে আগামী ২২-২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৮ ঘন্টা গণঅনশন ও গণঅবস্থান এবং ৬ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি চিত্তরঞ্জন দাস। মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতি লাল রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার রায়, এ্যাড. কিশোর রঞ্জন মণ্ডল, রবীন্দ্রনাথ বসু, সমবায় বিষয়ক সম্পাদক তপন চক্রবর্তী, সহ পেশাজীবী বিষয়ক সম্পাদক সুবীর দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, ঢাকা মহানগর দক্ষিণের নেতা প্রদীপ কুমার দাস, চন্দন ভৌমিক, রামানন্দ দাস প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন ওয়ারী, সূত্রাপুর, কোতয়ালী, লালবাগ, হাজারীবাগ, চকবাজার, সবুজবাগ, মুগদা, শাহবাগ, পল্টন, ডেমরা, শ্যামপুর, মতিঝিলসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বিগত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘুবান্ধব অঙ্গীকারসমূহ বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, দেশের সকল রাজনৈতিক দলই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনীতির ঘুঁটি বানিয়েছে। মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক আদর্শকে বিসর্জন দিয়ে তারা বাংলাদেশকে আবারও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছে।
বঙ্গবন্ধুর রাষ্ট্র, বঙ্গবন্ধুর সংবিধান, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ সবকিছুকেই বিসর্জন দিয়ে একটি বৈষম্যমূলক রাষ্ট্র বানানো হয়েছে। স্বাধীন রাষ্ট্রে বিভিন্ন রাজনেতিক ঘটনা প্রবাহের শিকার বানানো হয়েছে সংখ্যালঘুদের। ভোটের রাজনীতিতে সংখ্যালঘুদের ব্যবহার করা হলেও তাদের অধিকারের প্রশ্নে সকল রাজনৈতিক দল নিরব।
আওয়ামী লীগ গত নির্বাচনে তাদের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব কিছু অঙ্গীকার করেছিলো। কিন্তু আরেকটি নির্বাচন সমাগত হলেও প্রতিশ্রুতি পূরণের কোনো উদ্যোগ তারা নেয়নি। আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি পূরণ না হলে সংখ্যালঘুদের মনে যে ক্ষোভের সঞ্চার হবে, তার প্রভাব আগামী নির্বাচনে পড়বে।
মতবিনিময় সভায় আগামী ২২-২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৮ ঘন্টার গণঅনশন ও গণঅবস্থান এবং ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।